মডার্নার করোনা ভ্যাকসিনের দাম পড়বে ২৫ থেকে ৩৭ ডলার: সিইও

ছবি: রয়টার্স

মডার্নার করোনা ভ্যাকসিনের প্রতি ডোজের দাম ২৫ থেকে ৩৭ ডলার পড়বে বলে জার্মানির গণমাধ্যমকে জানিয়েছেন সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্টেফানে বানসেল।

আজ রোববার বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে আল-আরাবিয়া এ তথ্য জানিয়েছে।

সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, জার্মান সাপ্তাহিক ভেল্ট আম সনটাগ’কে মডার্নার প্রধান নির্বাহী বলেছেন, ‘এখনো কারো সঙ্গে কোনো চুক্তি সই হয়নি। তবে ইউরোপীয় কমিশনের (ইসি) সঙ্গে আমরা চুক্তির খুব কাছাকাছি আছি।’

ইউরোপে ভ্যাকসিন সরবরাহের বিষয়ে গঠনমূলক আলোচনা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

এদিকে, মডার্নার সঙ্গে আলোচনায় রয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) এমন এক কর্মকর্তা নাম প্রকাশ না করে গণমাধ্যমটিকে বলেছেন, ইসি চাচ্ছে মডার্নার সঙ্গে এমন চুক্তি করতে যার মাধ্যমে প্রতি ডোজ ভ্যাকসিন ২৫ ডলারের কম মূল্যে পাওয়া যাবে।

মডার্না জানিয়েছে, শেষ ধাপের ক্লিনিক্যাল ট্রায়ালের তথ্য মতে, তাদের ভ্যাকসিন করোনা প্রতিরোধে ৯৪ দশমিক ৫ শতাংশ কার্যকর।

ইইউ গত জুলাই থেকে মডার্নার পরীক্ষামূলক করোনা ভ্যাকসিন নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন:

মডার্নার করোনা ভ্যাকসিন প্রায় ৯৫ শতাংশ কার্যকর

করোনা ভ্যাকসিন: বানরের ওপর পরীক্ষায় সাফল্যের দাবি মডার্নার

করোনা নিয়ে বিল গেটসের নতুন ভবিষ্যদ্বাণী

অ্যাস্ট্রাজেনেকা, মডার্নাসহ অন্তত ১০ প্রতিষ্ঠান থেকে করোনা ভ্যাকসিন কিনছে ইন্দোনেশিয়া

Comments

The Daily Star  | English

Khulna JP office vandalised

Protesters vandalised the Jatiyo Party office in Khulna’s Dakbangla area yesterday evening.

4h ago