রোনালদোকে একইভাবে চালিয়ে যাওয়ার পরামর্শ পিরলোর
ইতালিয়ান সিরি আতে টানা পঞ্চম ম্যাচে জালের দেখা পেয়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো। তার জোড়া গোলে কালিয়ারিকে হারিয়ে জয়ে ফিরেছে জুভেন্টাস। দারুণ ছন্দে থাকা পর্তুগিজ তারকাকে বাকিদের জন্য উদাহরণ হিসেবে উল্লেখ করে তাকে ছোট্ট একটি পরামর্শও দিয়েছেন দলটির কোচ আন্দ্রেয়া পিরলো।
শনিবার রাতে নিজেদের মাঠ আলিয়াঞ্জ স্টেডিয়ামে ২-০ গোলে জিতেছে জুভরা। ম্যাচ শেষে রোনালদোর প্রশংসায় পঞ্চমুখ পিরলো গণমাধ্যমের কাছে বলেছেন, ‘আমরা সবাই জানি যে, সে অসাধারণ একজন পেশাদার ব্যক্তি। সে সত্যিকারের চ্যাম্পিয়ন। সে তার আশেপাশের সকলের জন্য উদাহরণ স্থাপন করে। সেটা ম্যাচে হোক কিংবা অনুশীলনে।’
প্রথমার্ধের শেষ দিকে চার মিনিটের মধ্যে দুবার লক্ষ্যভেদ করেন ৩৫ বছর বয়সী রোনালদো। ফলে লিগের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় যৌথভাবে শীর্ষে উঠে গেছেন তিনি। তার গোলসংখ্যা ৮। এসি মিলানের বর্ষীয়ান স্ট্রাইকার জ্লাতান ইব্রাহিমোভিচের নামের পাশেও রয়েছে ৮ গোল।
রোনালদোর ছন্দে থাকা নিঃসন্দেহে যেকোনো কোচের জন্য স্বস্তির খবর। তাই ইতালির বিশ্বকাপজয়ী সাবেক মিডফিল্ডার পিরলোর চাওয়া, অব্যাহত থাকবে তার শিষ্যের ছন্দ, ‘আমার তাকে কেবল একটি পরামর্শ দেওয়ার আছে। সে যেন একইভাবে চালিয়ে যেতে থাকে।’
কালিয়ারির বিপক্ষে আরও একজনের পারফরম্যান্স সন্তুষ্ট করেছে পিরলোকে। ব্রাজিলিয়ান মিডফিল্ডার আর্থুর ছিলেন এক কথায় অনবদ্য। ম্যাচে সবচেয়ে বেশি ১০১টি পাস সম্পন্ন করেন তিনি। এর মধ্যে ৫৭টিই ছিল প্রতিপক্ষের অর্ধে।
স্পেনের বার্সেলোনা থেকে চলতি মৌসুমের শুরুতে জুভেন্টাসে যোগ দেওয়া আর্থুরের প্রসঙ্গে ৪১ বছর বয়সী কোচ বলেছেন, ‘আমরা যেমন প্রত্যাশা করেছিলাম, সে তেমন একজন খেলোয়াড়। সে অন্য একটি লিগ থেকে এসেছে এবং তার মানিয়ে নেওয়ার জন্য সময় দরকার ছিল। সে এখন আগের চেয়ে ভালো করছে এবং প্রতিপক্ষের চাপ সামাল দেওয়ার ক্ষেত্রে সে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়।’
আট ম্যাচে সমান চারটি করে জয় ও ড্রয়ে তুরিনের বুড়িদের অর্জন ১৬ পয়েন্ট। সিরি আর শিরোপাধারীরা উঠে এসেছে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে। এক ম্যাচ কম খেলে ১৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে এসি মিলান।
Comments