‘বিজয়কে ফিরিয়ে আনার চেষ্টা করব’

মাহমুদউল্লাহ-সাকিব আল হাসানদের সঙ্গে এবার জেমকন খুলনা দলে ঠাঁই হয়েছে এনামুলের।
anamul Haque Bijoy
ছবি: ফিরোজ আহমেদ

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক সেই ২০১২ সালে। দারুণ প্রতিশ্রুতি নিয়ে শুরু করেছিলেন। প্রথম ২০ ওয়ানডের মধ্যেই তুলে নিয়েছিলেন ৩ সেঞ্চুরি। কিন্তু সেসব অনেক পুরনো কথা। এনামুল হক বিজয় আর খুব একটা এগুতে পারেননি। তাকে স্থবির রেখে এগিয়ে চলেছে আন্তর্জাতিক ক্রিকেটের মান। ঘরোয়া ক্রিকেটেও ধারাবাহিকতার অভাবে ভোগা এই ওপেনার স্বপ্ন দেখছেন বঙ্গবন্ধু টি-টোয়েন্টিকে ঘিরে।

মাহমুদউল্লাহ-সাকিব আল হাসানদের সঙ্গে এবার জেমকন খুলনা দলে ঠাঁই হয়েছে এনামুলের। এই দলের হয়ে অর্ডারে ইমরুল কায়েসকে নিয়ে ইনিংস ওপেন করতে দেখা যাবে তাকে।

সর্বশেষে বিসিবি প্রেসিডেন্ট’স কাপে সুযোগ পেয়েও কিছু করে দেখাতে পারেননি। এবার চাইছেন সব জড়তা সরিয়ে ঘুরে দাঁড়াতে। নিজের ডাকনাম ‘বিজয়’। সেই নামটাকে নিয়ে আরেকবার আসর মাত করতে মরিয়া তিনি, ‘ব্যক্তিগতভাবে লক্ষ্য মন খুলে খেলা। আমি যেভাবে খেলতে পছন্দ করি আমার মতো করে খেলতে চাই যাতে দলকে কিছু দিতে পারি। আমিও খুবই রোমাঞ্চিত আমার নিজের সেরাটা দিতে। অনেক দিন ধরেই ওভাবে মেলে ধরতে পারছি না। চেষ্টা করবো এই টুর্নামেন্টে বিজয়কে ফিরিয়ে আনার।’

প্লেয়ার্স ড্রাফটে সবচেয়ে খরুচে দল বানিয়েছে খুলনা। ভারসাম্যপূর্ণ স্কোয়াড হওয়ায় তাদের খাতায় কলমে বলা হচ্ছে সেরা। এনামুলও জানালেন, চ্যাম্পিয়ন হওয়ার সবচেয়ে যোগ্য তারাই, ‘আমাদের কাছেও আমাদের দলটা অনেক ফেভারিট। যেভাবে আছি, দল হিসেবে এটা আসলে সবচেয়ে বড় ব্যাপার।  আমাদের দলে সিনিয়র জুনিয়র সবাই একসঙ্গে মিলেমিশে আছি। আমার কাছে মনে হচ্ছে এটার জন্যই আমাদের স্পিরিট বেশি। ’

‘যখনই আমরা দেখেছি আমরা যেই দলে সাকিব ভাই, রিয়াদ ভাই, ইমরুল ভাইরা আছে তখন তো অবশ্যই বাড়তি ভালো লাগা কাজ করেছে। আশা করি তাদের সঙ্গে খেলতে পেরে দারুণ কিছু জিনিস শিখবো এবং সেগুলো কাজে লাগিয়ে ভালো কিছু করা যাবে।’

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago