২৮ ডিসেম্বর থেকে পৌরসভা নির্বাচন, ইভিএমে ভোট
সারাদেশে পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৮ ডিসেম্বর থেকে পৌরসভার প্রথম ধাপের নির্বাচন শুরু হবে বলে জানিয়েছে ইসি।
আজ রোববার সন্ধ্যায় ইসি’র জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর এ তফসিল ঘোষণা করেন।
তিনি জানান, প্রার্থীদের মনোনয়ন দাখিলের শেষ দিন ১ ডিসেম্বর, মনোনয়ন বাছাইয়ের শেষ দিন ৩ ডিসেম্বর এবং মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১০ ডিসেম্বর।
২৮ ডিসেম্বর সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত ভোট চলবে। প্রতিটি পৌরসভাতেই ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেওয়া হবে বলেও জানান তিনি।
ইসি’র জ্যেষ্ঠ সচিব বলেন, ‘চার থেকে পাঁচটি ধাপে পৌরসভা নির্বাচন হবে। প্রথম ধাপের নির্বাচন ২৮ ডিসেম্বর থেকে শুরু। আগামী বছরের মার্চ-এপ্রিলের মধ্যে নির্বাচন উপযোগী সব পৌরসভার নির্বাচন সম্পন্ন করা হবে।’
Comments