‘আমার ১২ বছরের ছেলের ক্রিকেট বোধও রমিজ ভাইয়ের চেয়ে ভালো’
‘মোহাম্মদ হাফিজ আর শোয়েব মালিক আর চলে না। তাদের অবসরে যাওয়া উচিত’- এমন কথা অনেকবারই বলেছেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার ও ধারাভাষ্যকার রমিজ রাজা। নিজের ইউটিউব চ্যানেলে হাফিজের ফিটনেস নিয়েও কড়া সমালোচনা করতে দেখা যায় রমিজকে। এবার তাকে পালটা জবাব দিলেন হাফিজ। রানে থাকা ৪০ পেরুনো এই ব্যাটসম্যান রমিজের ক্রিকেটীয় বোধ নিয়েই প্রশ্ন তুলেছেন।
পাকিস্তানের জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজে তিন ম্যাচে ৮৬, ৬৯ আর ৩৬ রান করেন হাফিজ। পিএসএলে পরে লাহোর কালান্দার্সের হয়েও ছন্দে দেখা যায় তাকে। এক ম্যাচে খেলেন ৭৬ রানের ইনিংস।
ব্যাটে কথা বলার পর মুখেই খই ফুটেছে তার। নিউজিল্যান্ড সফরে যাওয়ার আগে রোববার পাকিস্তানের একটি ক্রিকেট ওয়েবসাইটে রমিজের সমালোচনার জবাবে রীতিমতো পুল মারতে দেখা গেল তাকে, ‘পাকিস্তানের ক্রিকেটে রমিজ রাজার অবদান আমি স্বীকার করি। তিনি যেসব মত দেন আমার তাতে শ্রদ্ধা আছে। তবে তার ক্রিকেটীয় বোধ নিয়ে আমার প্রশ্ন আছে। আমার ১২ বছরের ছেলের সঙ্গে যদি ক্রিকেট নিয়ে কথা বলেন তাহলে দেখবেন সেও রমিজ ভাইয়ের চেয়ে ক্রিকেট ভাল বোঝে।’
ইউটিউব চ্যানেলের ভিউ বাড়ানোর জন্য রমিজ এসব করছেন বলেই ইঙ্গিত করেন হাফিজ, ‘এখন নিজের ইউটিউব চ্যানেলের হিট বাড়ানোর জন্য রমিজ ভাই যদি এসব বলেই যান, কী করা যাবে, আমি থামাতে পারব না। তবে আমি যতদিন ফিট আছি, ছন্দে থাকব পাকিস্তানের হয়ে খেলে যাব।’
Comments