লোহাগড়া থেকে হাতির মরদেহ উদ্ধার
চট্টগ্রামের লোহাগড়া উপজেলার চুনতি অভয়ারণ্যের কাছ থেকে মৃত অবস্থায় একটি হাতি উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকালে উপজেলার বড়হাতিয়া ইউনিয়ন থেকে হাতিটির মরদেহ উদ্ধার করা হয়। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতিটি মারা গেছে বলে ধারণা করা হচ্ছে।
জানা গেছে, পুরুষ ও এশিয়ান এই হাতিটির বয়স আনুমানিক ২৫ বছর।
চট্টগ্রাম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ) আবু নাসের মোহাম্মদ ইয়াসিন নেওয়াজ দ্য ডেইলি স্টারকে বলেন, ‘হাতিটির মৃত্যুর কারণ জানতে পশু চিকিৎসককে নিয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতিটি মারা গেছে। এ কাজের সঙ্গে যেই জড়িত থাকুক, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
কক্সবাজার ও চট্টগ্রাম অঞ্চলে গত ৯ নভেম্বর থেকে এ নিয়ে মোট চারটি হাতির মরদেহ উদ্ধার করা হলো।
আরও পড়ুন:
Comments