প্রথম কয়েক ম্যাচে সাইফুদ্দিনকে না পাওয়ার হাহাকার রাজশাহীর

রোববার অনুশীলন শুরুর আগে গা গরমের ফুটবল খেলতে গিয়ে বা পায়ের গোড়ালিতে চোট পান সাইফুদ্দিন। পরে লাঠিতে ভর করে মাঠ ছেড়ে বেরিয়ে যান
Mohammad Saifuddin
ছবি: ফিরোজ আহমেদ

প্লেয়ার্স ড্রাফট থেকে ‘এ’ ক্যাটাগরির কোন খেলোয়াড়ই দলে নেয়নি মিনিস্টার গ্রুপ রাজশাহী। তাদের সবচেয়ে বড় নাম ছিলেন যিনি, সেই মোহাম্মদ সাইফুদ্দিনও টুর্নামেন্টের দুদিন আগে গোড়ালির চোটে পড়েছেন। এই অলরাউন্ডারকে প্রথম কয়েক ম্যাচে পাওয়া যাবে না বলে জানিয়েছেন দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

রোববার অনুশীলন শুরুর আগে গা গরমের ফুটবল খেলতে গিয়ে বা পায়ের গোড়ালিতে চোট পান সাইফুদ্দিন। পরে লাঠিতে ভর করে মাঠ ছেড়ে বেরিয়ে যান। প্রাথমিকভাবে  চোটের অবস্থা দেখে তাকে সপ্তাহ খানেকের বিশ্রাম দিয়েছেন ফিজিওরা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর দেড়টায় বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্রথম ম্যাচে রাজশাহীর প্রতিপক্ষ বেক্সিমকো ঢাকা। সোমবার মিরপুর একাডেমি মাঠে অনুশীলন সেরে শান্ত জানান সাইফুদ্দিন না থাকার হতাশা, ‘অবশ্যই সাইফউদ্দিন অনেক গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিল আমাদের। কিন্তু দুর্ভাগ্যবশত হয়তো বা প্রথম ছয়-সাতদিন আমরা পাচ্ছি না। এরপর আরেকটা রিপোর্ট পাবো। কিন্তু এটা নিয়ে আসলে খুব বেশি চিন্তা করার সুযোগ নাই। যেহেতু কালকেই ম্যাচ। যেই দলই হবে, সেটা নিয়ে আত্মবিশ্বাসী।’

‘প্রেসিডেন্টস কাপে দেখেন সে পুরোপুরি ফিট ছিল। একশ ভাগ এফোর্ট দিয়েই খেলেছে। দুর্ভাগ্যবশত সে ইনজুরড হয়ে গেছে, এটা যে কেউই হতে পারে। ’

আগামী সাত দিনে রাজশাহীর আছে তিন ম্যাচ। সাইফুদ্দিনকে ছাড়াই এসব ম্যাচে নামতে হবে রাজশাহীকে। পাঁচ দলের টুর্নামেন্টে পরের রাউন্ডে যাওয়ার হিসেবে তাই শুরুতেই অনেক বড় ধাক্কা খেল রাজশাহী।

Comments

The Daily Star  | English

Govt uncertain of Hasina's whereabouts: Foreign Adviser

"We inquired with Delhi and with the United Arab Emirates, no one has been able to provide official confirmation," said the adviser

40m ago