ইনজুরিতে পিকে-রবার্তো, শঙ্কা দেম্বেলেকে নিয়েও
সময়টা ভালো যাচ্ছে না ফুটবল ক্লাব বার্সেলোনার। লা লিগার পয়েন্ট টেবিলে সেরা দশেই নেই দলটি। তার উপর একের পর এক তারকা খেলোয়াড়দের ইনজুরি দলটিকে আরও কোণঠাসা করে দিচ্ছে। লম্বা সময়ের জন্য ছিটকে গেছেন ডিফেন্ডার জেরার্দ পিকে ও সের্জি রবের্তো। শঙ্কা রয়েছে আরেক তারকা উসমান দেম্বেলেকে নিয়েও।
গত শনিবার অ্যাতলেতিকো মাদ্রিদের মাঠে ১-০ গোলে হারের ম্যাচে চোট পেয়েছেন পিকে ও রবার্তো। ম্যাচের ৬১তম মিনিটে হাঁটুতে আঘাত পান পিকে। এরপর খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছেড়েছেন। আর যোগ করা সময়ে আঘাত পেয়ে মাঠ ছাড়েন রবের্তো। আর প্রথমার্ধে পড়ে গিয়ে কাঁধে ইনজুরিতে পড়েছেন দেম্বেলেও। যদিও পুরো সময়েই মাঠে ছিলেন এ ফরাসি।
রোববার পরীক্ষা করার পর পিকের ইনজুরি নিয়ে ক্লাবের ওয়েবসাইটে রোববার বার্সেলোনা জানিয়েছে, ডান হাঁটুর লিগামেন্টে গ্রেড থ্রি স্পেনের চোটে ভুগছেন ৩৩ বছর বয়সী এ ডিফেন্ডার। তবে ঠিক কতো দিন তাকে মাঠের বাইরে থাকতে হবে এ নিয়ে কিছু জানায়নি ক্লাবটি। তবে ঊরুর মাংসপেশিতে চোটের কারণে রবার্তোকে দুই মাস মাঠের বাইরে থাকতে হবে বলে জানিয়েছে ক্লাবটি।
অ্যাতলেতিকোর বিপক্ষে ম্যাচের পর কাঁধের স্ট্রেনে ব্যথা অনুভব করছেন দেম্বেলেও। স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দিপার্তিভোর সংবাদ অনুযায়ী, রোববার পরীক্ষা করানো হয়েছে তার। তবে তার ব্যাপারে কোনো কিছু জানায়নি ক্লাবটি। মুন্দোর সংবাদ অনুযায়ী, দেম্বেলের ইনজুরি খুব গুরুতর নয়। সর্বোচ্চ পরবর্তী ম্যাচ মিস করতে হতে পারে এ ফরাসিকে।
সবমিলিয়ে বার্সার জন্য বেশ বর ধাক্কাই বটে। স্প্যানিশ গণমাধ্যমের সংবাদ অনুযায়ী, তিন থেকে পাঁচ মাস মাঠের বাইরে থাকতে হতে পারে পিকেকে। দলের অপর ডিফেন্ডার রোনাল্ড আরাউজোও ইনজুরিতে। স্যামুয়েল উমতিতি ইনজুরি কাটিয়ে ফিরলেও ম্যাচ ফিটনেসের ঘাটতি রয়েছে। স্পেনের হয়ে খেলতে গিয়ে আঘাত পেয়ে মাঠের বাইরে আছেন মিডফিল্ডার সের্জিও বুসকেতসও। তাই রক্ষণ নিয়ে বড় দুশ্চিন্তায় পড়েছেন কোচ রোনাল্ড কোমান।
তার উপর দেম্বেলেকে না পেলে আক্রমণভাগ নিয়েও দুশ্চিন্তা থাকবে। হাঁটুর অস্ত্রোপচারের জন্য চার মাসের জন্য মাঠের বাইরে চলে গেছেন তরুণ তারকা আনসু ফাতি। ফিলিপ কৌতিনহো ইনজুরি কাটিয়ে অনুশীলনে ফিরলেও এখনও মাঠে নামেননি।
Comments