স্ত্রী-কন্যাকে হত্যার ১৪ বছর পর ফাঁসির আসামি গ্রেপ্তার
বাগেরহাটে স্ত্রী ও মেয়েকে হত্যার ১৪ বছর পরে ফাঁসির আসামি মুহিত শেখ (৪৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সকালে জেলার ফকিরহাট উপজেলার কাটাখালি এলাকা থেকে তাকে কচুয়া থানা পুলিশ গ্রেপ্তার করে।
মুহিত শেখ কচুয়া উপজেলার চরকাঠী গ্রামের মৃত হাশেম শেখের ছেলে।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম জানান, মুহিত শেখ খুলনার আইসগাতীসহ বিভিন্ন এলাকায় অনেকদিন পালিয়ে ছিলেন। আজ গোপন সংবাদের ভিত্তিতে তাকে ফকিরহাটের কাটাখালী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে আদালতে হাজির করা হলে, আদালত তাকে জেলে পাঠিয়েছেন।
মামলার নথি থেকে জানা যায়, মুহিত শেখ ২০০৬ সালের ১৪ অক্টোবর তার স্ত্রী শাফি বেগমকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করে। ওই ঘটনায় শাফি বেগমের ভাই শহিদুল ইসলাম বাদি হয়ে মামলা করেন। মামলা থেকে বাঁচতে ও অন্যদের ফাঁসাতে মুহিত তখন তার সাত বছরের মেয়ে শিরিনকে বিষ খাইয়ে হত্যা করেন।
আদালত হত্যা মামলায় ২০১২ সালে মুহিতকে মৃত্যুদণ্ড দেন।
Comments