ডায়নামোর বিপক্ষে নেই মেসি
লা লিগায় সংগ্রাম করলেও চ্যাম্পিয়ন্স লিগে টানা তিন ম্যাচেই জয় পেয়েছে ফুটবল ক্লাব বার্সেলোনা। দ্বিতীয় রাউন্ডে তাই এক পা দিয়েই রেখেছে দলটি। আর এ কারণেই ডায়নামো কিয়েভের বিপক্ষে দলের সেরা তারকা অধিনায়ক লিওনেল মেসিকে বিশ্রাম দিয়েছেন কোচ রোনাল্ড কোমান।
আজ সোমবার বিকেলে ইউক্রেনের উদ্দেশ্যে বিমান ধরার কথা বার্সেলোনা দলের। এ ম্যাচের জন্য ঘোষিত স্কোয়াডে মেসিকে রাখেননি কোমান। তার সঙ্গে দলের আরেক তারকা মিডফিল্ডার ফ্র্যাঙ্কি ডি ইয়ংকেও বিশ্রাম দিয়েছেন এ কোচ।
তাদের বিশ্রাম দেওয়া প্রসঙ্গে সাংবাদিকদের বার্সা কোচ বলেন, 'চ্যাম্পিয়ন্স লিগে দারুণ পারফরম্যান্সের পর তাদের কিছু বিশ্রাম দরকার ছিল। আর এখনই তাদের বিশ্রাম দেওয়ার সবচেয়ে ভালো সময়।'
এদিকে, দলের বড় একটা অংশ ইনজুরিতে রয়েছে। আনসু ফাতি, সের্জিও বুসকেতস, রোনালদ আরাউজোর সঙ্গে দুদিন আগে অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচে ইনজুরিতে পড়েছেন জেরার্দ পিকে ও সের্জিও রোবার্তোও। এছাড়া শতভাগ ফিট নন স্যামুয়েল উমতিতিও। বাধ্য হয়েই তাই বি দলের বেশ কিছু খেলোয়াড়দের স্কোয়াডে রেখেছেন কোমান।
ডায়নামো কিয়েভের বিপক্ষে বার্সা স্কোয়াড: মার্ক-আন্দ্রে টের স্টেগেন, নেতো, ইনাকি পিনা, সের্জিনো ডেস্ট, জর্দি আলবা, জুনিয়র ফিরপো, ওস্কার মাঙ্গুয়েজা, কনরাদ দে লা ফুয়েন্তে, ক্লেমো লংলে, কার্লস অ্যালেনা, মিরালেম পিয়ানিচ, রিকি পুইচ, ফিলিপ কৌতিনহো, পেদ্রি, ম্যাথিয়াস ফের্নান্দেজ, আতোঁয়ান গ্রিজমান, মার্তিন ব্র্যাথওয়েত, উসমান দেম্বেলে ও ত্রিনকাও।
Comments