ভারত, পাকিস্তান ও বাংলাদেশের এক হওয়া উচিৎ: মহারাষ্ট্রের মন্ত্রী

ভারতের মহারাষ্ট্রের ক্যাবিনেট মন্ত্রী নবাব মালিক বলেছেন, ‘ভারত, পাকিস্তান ও বাংলাদেশকে এক করে একটি দেশ’ তৈরি করলে বিজেপিকে তার দল জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি (এনসিপি) স্বাগত জানাবে।

ভারতের মহারাষ্ট্রের ক্যাবিনেট মন্ত্রী নবাব মালিক বলেছেন, ‘ভারত, পাকিস্তান ও বাংলাদেশকে এক করে একটি দেশ’ তৈরি করলে বিজেপিকে তার দল জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি (এনসিপি) স্বাগত জানাবে।

গতকাল রোববার তিনি এ কথা বলেছেন বলে জানিয়েছে এনডিটিভি।

করাচির বিষয়ে সাবেক মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিশের মন্তব্য সম্পর্কে জানতে চাইলে মালিক এএনআই কে বলেন, ‘আমরা বলে আসছি যে ভারত, পাকিস্তান ও বাংলাদেশকে এক করা উচিত। যদি বার্লিন প্রাচীর ভেঙে ফেলা যেতে পারে, তবে, ভারত, পাকিস্তান, বাংলাদেশ কেন পারবে না? বিজেপি যদি এই তিন দেশকে এক করতে পারে, আমরা অবশ্যই একে স্বাগত জানাবো।’

গত শনিবার দেবেন্দ্র ফড়নবিশের ‘করাচি একদিন “অখণ্ড ভারত” এর অংশ হবে’ এমন মন্তব্যের জবাবে তিনি এসব বলেন।

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে জানানো হয়, ফড়নবিশ বলেছিলেন যে আমরা ‘অখণ্ড ভারত’-এ বিশ্বাস করি। ‘আমরা বিশ্বাস করি একদিন করাচি ভারতের অংশ হবে।’

গত সপ্তাহে শিবসেনা নেতা নিতিন নন্দনগাঁওকারের একটি ভিডিও পোস্টের জবাবে ফড়নবিশ এ মন্তব্য করেছিলেন। ভিডিওতে নিতিন নন্দগাঁওকার মুম্বাইয়ের ‘করাচি সুইটস’ নামের একটি দোকানের মালিককে দোকানের নাম পরিবর্তন করে ‘মারাঠি’ ভাষায় কিছু রাখতে বলেছিলেন।

‘আপনার পূর্বপুরুষরা পাকিস্তান থেকে এসেছে,’ ভিডিওতে নন্দগাঁওকার বলেন।

‘দেশ বিভাগের সময় আপনি সেখান থেকে এসেছেন, আপনাকে স্বাগতম! করাচি নাম আমি ঘৃণা করি। শহরটি পাকিস্তানের সন্ত্রাসীদের কেন্দ্র।’

Comments

The Daily Star  | English

9 die of dengue

Highest single-day deaths this year

16m ago