আত্মকর্মসংস্থান তৈরিতে ৪৫ জনকে রাঙামাটি জেলা পরিষদের সহায়তা
রাঙামাটি জেলার বেকার যুবক-যুবতীদের আত্মকর্মসংস্থান তৈরি করার লক্ষ্যে ৪৫ জনকে গরু পালনের জন্য অর্থ সহায়তা দিয়েছে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ।
আজ সোমবার সকালে জেলা পরিষদের এনেক্স ভবনে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা এই চেক বিতরণ করেন।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে বেকার যুবকদের দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থান প্রকল্পের অধীনে এ অর্থ সহায়তা দেওয়া হয়েছে। ৩৩ জন বেকার পুরুষ ও ১২ জন বেকার নারীর প্রত্যেকের হাতে ৫২ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে বৃষ কেতু চাকমা বলেন, ‘জেলা পরিষদ প্রথমে এই প্রকল্পটি রাঙামাটির নানিয়ারচর উপজেলার বেকার যুবকদের নিয়ে পরীক্ষামূলকভাবে শুরু করেছে। দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থান নামে প্রবর্তিত এ প্রকল্পটি সঠিকভাবে বাস্তবায়ন হলে আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি এলাকার মানুষ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে।’
তিনি আরও বলেন, ‘প্রশিক্ষণের মাধ্যমে গরু মোটা তাজাকরণ ও সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে মানুষ যেন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে এ উদ্দেশ্যে ৪৫ জন বেকার যুবক-যুবতীকে নিয়ে নানিয়ারচর উপজেলায় এ প্রকল্পের যাত্রা। প্রকল্প সঠিকভাবে বাস্তবায়িত হলে পর্যায়ক্রমে অন্যান্য উপজেলায়ও এ প্রকল্প বাস্তবায়ন করা হবে।’
প্রশিক্ষণ নিয়ে গরু পালনের পাশাপাশি বাড়ির আঙ্গিনায় সবজি চাষ, হাঁস-মুরগী পালনের মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য যুব সমাজের প্রতি আহ্বান জানান তিনি।
Comments