নায়করাজ পুত্র বাপ্পারাজ ও সম্রাটের পুরো পরিবার করোনায় আক্রান্ত
করোনায় আক্রান্ত হয়েছে নায়করাজ রাজ্জাকের দুই সন্তান বাপ্পারাজ ও সম্রাট পরিবার। কয়েকদিন আগে দুই চিত্রনায়কের পুরো পরিবারের করোনা-পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে।
আজ মঙ্গলবার ২৪ নভেম্বর পুরো পরিবারের করোনা আক্রান্তর বিষয়টা দ্য ডেইলি স্টার অনলাইনকে নিশ্চিত করেছেন রাজ্জাকপুত্র সম্রাট।
তিনি বলেন, ‘আমার আম্মা (খায়রুন্নেছা লক্ষ্মী) ছাড়া আমাদের দুই ভাইয়ের পরিবারের সবার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। আমার মা বর্তমানে বোনের বাসায় থাকছেন। আমাদের করোনার লক্ষণ দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে তাকে পাঠিয়ে দিয়েছি। তিনি করোনা নেগেটিভ।’
‘আমরা সবাই এখন ডাক্তারের পরামর্শে বাসাতেই চিকিৎসা নিচ্ছি’ উল্লেখ করে তিনি আরও বলেন, ‘শরীর বেশ দুর্বল। আশা করছি, সব ঠিক হয়ে যাবে।’
নায়করাজ রাজ্জাক ১৯৬২ সালে খায়রুন্নেছা লক্ষ্মী বিয়ে করেন। এ দম্পতির পাঁচ সন্তান। তারা হলেন রেজাউল করিম বাপ্পারাজ, নাসরিন পাশা শম্পা, রওশন হোসাইন বাপ্পী, আফরিন আলম ময়না ও খালিদ হোসাইন সম্রাট।
তাদের মধ্যে সিনেমার অভিনয় করেন বাপ্পারাজ ও সম্রাট।
Comments