ঢাকার বায়ুদূষণ রোধ না করলে, মৌলিক অধিকার ব্যাহত হতে পারে: হাইকোর্ট

স্টার ফাইল ফটো

ঢাকার বর্তমান বায়ুদূষণ নাগরিকদের জন্য অত্যন্ত উদ্বেগজনক এবং একে এখনই নিয়ন্ত্রণ না করা গেলে, নাগরিকদের অন্যতম অধিকার ব্যাহত হতে পারে বলে হাইকোর্ট এক পর্যবেক্ষণে বলেছেন।

একই সঙ্গে হাইকোর্ট সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ১৩ জানুয়ারির নির্দেশাবলী কার্যকর করতে এবং নির্দেশনা মেনে চলার ৩০ দিনের মধ্যে একটি প্রতিবেদন জমার আদেশ দেন।

আজ মঙ্গলবার ঢাকার বায়ু দূষণ সম্পর্কিত একটি বিচারাধীন রিট আবেদনের শুনানি চলাকালে সংবাদপত্রের প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ এই পর্যবেক্ষণ ও আদেশ দেন।

১৩ জানুয়ারি অপর একটি হাইকোর্ট বেঞ্চ রাজধানীর ভেতরে ও আশেপাশে বায়ুদূষণ কমাতে কয়েকটি নির্দেশনা জারি করেন এবং পরিবেশ অধিদপ্তরকে ঢাকাসহ পাঁচটি জেলায় অবৈধ ইটভাটা বন্ধ করার নির্দেশ দেন।

হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) করা একই রিট আবেদনের শুনানি চলাকালে গত ১৩ জানুয়ারি এফ আর এম নাজমুল আহসানের হাইকোর্ট বেঞ্চ ঢাকা শহরে অনুমোদিত সীমার বাইরে কালো ধোঁয়া নির্গমনকারী গাড়ি জব্দ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

এ ছাড়া, পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়া টায়ার জ্বালানো ও যানবাহনের ব্যাটারি পুনর্ব্যবহার বন্ধে যথাযথ ব্যবস্থা নিতে নির্দেশ দেন আদালত।

Comments

The Daily Star  | English

BNP hosts discussion on first anniversary of July uprising

Leaders recall sacrifices, call for unity at Dhaka gathering

34m ago