জামালপুরে বৃদ্ধের সঙ্গে কিশোরীর বিয়ে, তদন্তের নির্দেশ হাইকোর্টের

জামালপুরে ৮৫ বছর বয়সী এক বৃদ্ধের সঙ্গে ১২ বছরের কিশোরীকে জোরপূর্বক বিয়ের ঘটনা তদন্ত করে ২৯ নভেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
দেশটাকে তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন
স্টার ফাইল ফটো

জামালপুরে ৮৫ বছর বয়সী এক বৃদ্ধের সঙ্গে ১২ বছরের কিশোরীকে জোরপূর্বক বিয়ের ঘটনা তদন্ত করে ২৯ নভেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আজ মঙ্গলবার ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ বাশার গত ২১ নভেম্বর দৈনিক সমকাল পত্রিকায় প্রকাশিত এ সংক্রান্ত প্রতিবেদন আদালতে উপস্থাপন করে প্রয়োজনীয় আদেশ চাইলে, বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি শাহেদ নূরউদ্দিন এর হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।

দৈনিক সমকাল পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনটিতে বলা হয়, জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বৈরাপাড়া গ্রামের স্থানীয় প্রভাবশালীরা গত ১৮ নভেম্বর ৮৫ বছর বয়সী মিহির উদ্দিনের সঙ্গে কিশোরীকে জোরপূর্বক বিয়ে দেয়। মহির উদ্দিনের নাতি মেয়েটিকে ধর্ষণ করায় তারা গ্রাম্য সালিশে বৃদ্ধ মহিরকে নির্যাতন করে এবং এ বিয়ের সিদ্ধান্ত দেয়।

আজ আদালত জামালপুরের জেলা প্রশাসক ও পুলিশ সুপার এবং দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এ ঘটনার তদন্ত করতে ও ভুক্তভোগীদের নিরাপত্তা দেওয়ার আদেশ দেন।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ বাশার দ্য ডেইলি স্টারকে জানান, তিনি জামালপুরের জেলা প্রশাসনের সঙ্গে ঘটনাটি নিয়ে কথা বলেছেন। কিন্তু, প্রশাসন এ ঘটনা সম্পর্কে জানে না।

Comments