রাজধানীতে প্রতারণার অভিযোগে অনলাইন পণ্য বিক্রেতা আটক
রাজধানীর রূপনগর এলাকা থেকে প্রতারণার অভিযোগে এক অনলাইন পণ্য বিক্রেতাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গতকাল দুপুর সোয়া ৩টার দিকে র্যাব-৪ এর এক অভিযানে আবুল কালাম (৪১) নামের ওই বিক্রেতাকে আটক করা হয়।
আজ মঙ্গলবার র্যাব-৪ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আটককৃত আবুল কালাম ফেসবুকে ভুয়া আইডি খুলে জনপ্রিয় মডেলের মোবাইল ফোন বাজার মূল্যের চেয়ে কম মূল্যে বিক্রয়ের বিজ্ঞাপন দেন। কিন্তু অভিনব কৌশল ব্যবহার করে ক্রেতাকে মোবাইলের পরিবর্তে খালি বাক্স দেওয়ার অভিযোগ আছে তার বিরুদ্ধে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবুল কালাম অনলাইনে প্রতারণার বিষয়টি স্বীকার করেছেন বলে জানায় র্যাব। তার বিরুদ্ধে মিরপুর মডেল থানায় মামলা প্রক্রিয়াধীন।
Comments