তাজরীন গার্মেন্টস অগ্নিকাণ্ডের ৮ বছর: হতাহতদের যথাযথ ক্ষতিপূরণ চায় ব্লাস্ট

নিরাপদ কর্মক্ষেত্র ও নারী শ্রমিকের প্রতি হয়রানীমূলক আচরণ বন্ধসহ দুর্ঘটনায় আহত ও নিহত শ্রমিকের যথাযথ ক্ষতিপূরণ ও পুনর্বাসন নিশ্চিতের দাবি জানিয়েছে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)।

নিরাপদ কর্মক্ষেত্র ও নারী শ্রমিকের প্রতি হয়রানীমূলক আচরণ বন্ধসহ দুর্ঘটনায় আহত ও নিহত শ্রমিকের যথাযথ ক্ষতিপূরণ ও পুনর্বাসন নিশ্চিতের দাবি জানিয়েছে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)।

আজ মঙ্গলবার তাজরীন গার্মেন্টসে ভয়াবহ অগ্নিকাণ্ডের আট বছর পদার্পণ উপলক্ষে ব্লাস্ট এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবির কথা জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তাজরীনের অগ্নিকাণ্ডে নিহতদের প্রতি শ্রদ্ধা ও সহমর্মিতা জানাতে ব্লাস্ট দেশের বিভিন্ন জেলা কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করে। এই দিনটি স্মরণে ব্লাস্টের উদ্যোগে গাজীপুর ও চট্টগ্রামে শ্রমিকদের আইনগত সহায়তা প্রদান ও সচেতনতা বৃদ্ধিতে অনলাইন লিগ্যাল এইড ক্যাম্প’র আয়োজন করা হয়।

সংস্থাটি জানায়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলা ও দায়িত্বহীনতার কারণে তাজরীনের ভয়াবহ অগ্নিকাণ্ডে শতাধিক মানুষকে জীবন দিতে হয়েছে। পাশাপাশি অনেককেই পঙ্গুত্ব বরণ করতে হয়েছে। এ ঘটনায় একাধিক মামলা হলেও এখন পর্যন্ত সেগুলোর নিষ্পত্তি হয়নি।

ওই দুর্ঘটনার আট বছর পার হলেও, এখনো কর্মক্ষেত্রে দুর্ঘটনায় নিহত ও আহত শ্রমিকের ক্ষতিপূরণের নূন্যতম কোনো মানদণ্ড নির্ধারণ করা সম্ভব হয়নি বলে জানায় ব্লাস্ট।

Comments

The Daily Star  | English

Fashion brands face criticism for failure to protect labour rights in Bangladesh

Fashion brands, including H&M and Zara, are facing criticism over their lack of action to protect workers' basic rights in Bangladesh, according to Clean Clothes Campaign (CCC)..One year after a violent crackdown by state actors and employers against Bangladeshi garment workers protesting

6m ago