চাঁদপুর শহর সংরক্ষণ প্রকল্প বর্ষার আগেই শেষ করব: পানিসম্পদ উপমন্ত্রী

চাঁদপুরে বাঁধ নির্মাণের জন্য ৪২০ কোটি টাকার প্রকল্প প্রণয়ন করা হয়েছে এবং আগামী বর্ষার আগেই এ প্রকল্প শেষ হবে বলে জানিয়েছেন পানিসম্পদ উপমন্ত্রী একে এম এনামুল হক শামীম।
Chandpur.jpg
চাঁদপুর-শরীয়তপুর ফেরিঘাট এলাকার সংযোগ সড়ক পরিদর্শন করেন পানিসম্পদ উপমন্ত্রী একে এম এনামুল হক শামীম। ছবি: স্টার

চাঁদপুরে বাঁধ নির্মাণের জন্য ৪২০ কোটি টাকার প্রকল্প প্রণয়ন করা হয়েছে এবং আগামী বর্ষার আগেই এ প্রকল্প শেষ হবে বলে জানিয়েছেন পানিসম্পদ উপমন্ত্রী একে এম এনামুল হক শামীম।

আজ মঙ্গলবার সকালে চাঁদপুর-শরীয়তপুর ফেরিঘাট এলাকার সংযোগ সড়ক পরিদর্শনে এসে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

এসময় উপমন্ত্রী বলেন, ‘চাঁদপুর ও আমার নির্বাচনী আসন শরীয়তপুরের অনেক এলাকা নদী ভাঙনের ঝুঁকিতে আছে। ইতোমধ্যে চাঁদপুর শহর সংরক্ষণ প্রকল্পের স্থায়ী বাঁধ নির্মাণের জন্য ৪২০ কোটি টাকার প্রকল্প প্রণয়ন করা হয়েছে। এটি একনেকে পাঠানো হবে।’

‘চাঁদপুর শহর সংরক্ষণ প্রকল্পটি আগামী বর্ষার আগেই আমরা শেষ করব’, বলেন তিনি।

এনামুল হক শামীম বলেন, ‘আমাদের অর্থনৈতিক সক্ষমতা বেড়েছে। আমরা এখন আর পাঁচ-দশ বছরের জন্য কোনো প্রকল্প করতে চাই না। কমপক্ষে ৫০ বছরের জন্য স্থায়ী প্রকল্প নিয়ে সারাদেশে কাজ করব।’

নৌ-যোগাযোগ সহজ করতে এ সরকারের আমলেই চাঁদপুর-শরীয়তপুর টানেল নির্মাণের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।

তিনি বলেন, ‘চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও শিক্ষামন্ত্রী দীপু মনি এ ব্যাপারে একমত হয়েছেন।’

প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

এসময় চাঁদপুরের জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান, পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান, পানি উন্নয়ন বোর্ড কুমিল্লা বিভাগীয় প্রধান প্রকৌশলী মো. জহির উদ্দিন আহমেদ, চাঁদপুরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. শফিকুল ইসলাম ও নির্বাহী প্রকৌশলী মো. মামুন হাওলাদার উপস্থিত ছিলেন।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago