এবার কালশী বস্তিতে অগ্নিকাণ্ড, পুড়ল ৫৫ ঘর-দোকান
রাজধানীর মিরপুরে কালশী বস্তিতে অগ্নিকাণ্ডে কমপক্ষে ৫৫টি ঘর-দোকান পুড়ে গেছে। আজ বুধবার রাত ২টার দিকে বাউনিয়া বেড়িবাঁধ এলাকায় আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাসেল সিকদার দ্য ডেইলি স্টারকে বলেন, মোট ১২টি ইউনিট সাড়ে চার ঘণ্টায় চেষ্টায় আগুন নেভায়। অগ্নিকাণ্ডে ৪৩টি ঘর এবং ১২টি দোকান পুড়ে গেছে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছিল তা তদন্ত করে দেখা হচ্ছে।
গতকাল রাজধানীর মোহাম্মদপুর এলাকার হজুরি মহল্লায় অগ্নিকাণ্ডে বস্তির ৬০টি ঘর এবং সোমবার মহাখালীর সাততলা বস্তিতে অগ্নিকাণ্ডে প্রায় এক শ ঘর ও দোকান পুড়ে যায়।
Comments