করোনাভাইরাস

১৪ লাখ ছাড়াল মৃত্যু, আক্রান্ত ৫ কোটি ৯৭ লাখের বেশি

ফ্রান্সের একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন করোনা আক্রান্ত রোগীকে সেবা দিচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। ছবি: রয়টার্স

বিশ্বব্যাপী প্রতিনিয়ত বেড়েই চলছে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা। ইতোমধ্যে ১৪ লাখ সাত হাজারের বেশি মানুষ মারা গেছেন। আক্রান্ত হয়েছেন পাঁচ কোটির বেশি। এ ছাড়া, সুস্থ হয়েছেন তিন কোটির বেশি মানুষ

আজ বুধবার জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য জানিয়েছে।

জনস হপকিনস ইউনিভার্সিটির সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পাঁচ কোটি ৯৭ লাখ ৫৯ হাজার ৫৩৫ জন এবং মারা গেছেন ১৪ লাখ নয় হাজার ২০৮ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন তিন কোটি ৮২ লাখ  ৬৫ হাজার ৮৯২ জন।

একবিংশ শতাব্দীতে এখন পর্যন্ত সবচেয়ে বড় মহামারি কোভিড-১৯। গত ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ ঘটে।

প্রায় আড়াই মাসের মধ্যে গত ৩ এপ্রিল বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ১০ লাখ ছাড়ায়। এর দেড় মাসের মধ্যেই আরও ৪০ লাখ মানুষ আক্রান্ত হয়ে গত ২১ মে মোট আক্রান্তের সংখ্যা ৫০ লাখ ছাড়ায়। পরের ৩৭ দিনে আরও ৫০ লাখের বেশি মানুষ আক্রান্ত হলে গত ২৮ জুন মোট আক্রান্তের সংখ্যা এক কোটি ছাড়ায়। এর পরের ৪৪ দিনে আক্রান্ত হয় আরও এক কোটিরও বেশি মানুষ আক্রান্ত হয়ে মোট আক্রান্তের সংখ্যা দুই কোটি ছাড়ায়।

করোনাভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্ত হয়েছেন এক কোটি ২৫ লাখ ৯১ হাজার ২২৫ জন এবং মারা গেছেন দুই লাখ ৫৯ হাজার ৮৮১ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ৪৬ লাখ ৯৬ হাজার ৬৬৪ জন।

যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি মৃত্যু দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ৬১ লাখ ১৮ হাজার ৭০৮ জন, মারা গেছেন এক লাখ ৭০ হাজার ১১৫ জন এবং সুস্থ হয়েছেন ৫৫ লাখ নয় হাজার ৬৪৫ জন।

মৃত্যুর সংখ্যার দিক থেকে তৃতীয়তে রয়েছে মেক্সিকো। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত এক লাখ দুই হাজার ৭৩৯ মারা গেছেন। সুস্থ হয়েছেন সাত লাখ ৯১ হাজার ৫১৬ জন।

মৃত্যুর সংখ্যার দিক থেকে চতুর্থ অবস্থানে থাকা যুক্তরাজ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৫৫ হাজার ৯৩৫ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৪২ হাজার ৬১১ জন। সুস্থ হয়েছেন তিন হাজার ৪০৫ জন।

সংক্রমণের দিক থেকে দ্বিতীয়তে থাকা ভারতে আক্রান্ত হয়েছেন ৯২ লাখ ২২ হাজার ২১৬ জন, মারা গেছেন এক লাখ ৩৪ হাজার ৬৯৯ জন এবং সুস্থ হয়েছেন ৮৬ লাখ ৪২ হাজার ৭৭১ জন।

উল্লেখ্য, গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত চার লাখ ৫১ হাজার ৯৯০ জনকে শনাক্ত করা হয়েছে। মারা গেছেন ছয় হাজার ৪৪৮ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন তিন লাখ ৬৬ হাজার ৮৭৭ জন।

Comments

The Daily Star  | English

Depositors leave troubled banks for stronger rivals

Depositors, in times of financial uncertainty, usually move their money away from troubled banks to institutions with stronger balance sheets. That is exactly what unfolded in 2024, when 11 banks collectively lost Tk 23,700 crore in deposits.

10h ago