এবার শাহরুখ, সালমান, হৃত্বিক এক সিনেমায়
এবার হৃত্বিক রোশান অভিনীত 'ওয়ার' ছবির সিক্যুয়েলে বিশেষ চরিত্রে চমক নিয়ে হাজির হচ্ছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান ও সালমান খান।
দর্শকদের বাড়তি আগ্রহ তৈরি করতেই এমন সিদ্ধান্ত নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মস।
ভারতের গণমাধ্যম ফিল্মফেয়ার এ তথ্য জানিয়েছে।
সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, যশরাজ প্রযোজিত সুপারহিট সিনেমা ‘ওয়ার’র সিক্যুয়েলে হৃত্বিক রোশনের সঙ্গে এবার দেখা যাবে শাহরুখ ও সালমান খানকে।
সংবাদটি প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে বেশ আলোচনা চলছে।
এর আগে শাহরুখ খানের সঙ্গে হৃত্বিক সিনেমা করলেও এটিই হবে সালমানের সঙ্গে তার প্রথম কোনো সিনেমা।
বলিউডের সেরা তারকাদের অংশগ্রহণে এবার নতুনভাবে আলোচনায় এলো ‘ওয়ার’। ছবিটিতে শাহরুখ ও সালমান কোন চরিত্রে অভিনয় করবেন সে সম্পর্কে সংবাদ প্রতিবেদনে কিছু বলা হয়নি।
Comments