সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন সফরে যাচ্ছেন নেতানিয়াহু
সৌদি আরবের পর সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন সফরে যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহু।
গত মঙ্গলবার ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম ইসরায়েল টুডে জানায়, আগামী সপ্তাহের শুরুতে আমিরাত ও বাহরাইনে ‘ঐতিহাসিক’ সফরে যাবেন নেতানিয়াহু।
প্রতিবেদনে বলা হয়েছে, দেশ দুটিতে প্রথমবারের মতো ইসরায়েলের কোনো প্রধানমন্ত্রী প্রকাশ্যে সফর করবেন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানায়, আমিরাতের যুবরাজ মোহাম্মদ বিন জায়েদ ও বাহরাইনের রাজা হামাদ বিন ঈসা আল খলিফার সঙ্গে সাক্ষাত করবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী।
গত রোববার সৌদি যুবরাজ সালমানের সঙ্গে গোপনে বৈঠক করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহু।
ইসরায়েলের খান পাবলিক রেডিও এবং আর্মি রেডিও জানিয়েছে, সৌদি আরবের লোহিত সাগর উপকূলের বহুল আলোচিত নিওম সিটিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
যুক্তরাষ্ট্র চাপেই এ বৈঠক হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
গত রোববার সন্ধ্যায় মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছিলেন। নেতানিয়াহু ওই বৈঠকে যোগ দিতে গোপনে সেখানে যান।
তবে, নেতানিয়াহুর বৈঠকে যোগ দেওয়ার কথা অস্বীকার করেছে সৌদি আরব।
সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে আনুষ্ঠানিক চুক্তি সই করে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন।
একে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন দ্য প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (পিএলও) ‘ফিলিস্তিনিদের ওপর বিশ্বাসঘাতকতার ছুরিকাঘাত’ বলে উল্লেখ করে।
Comments