প্রথমবারের মতো গ্র্যামি মনোনয়ন পেয়েছে কোরিয়ান ব্যান্ড বিটিএস

Korean band
আগস্টের শুরুর দিকে প্রকাশিত হওয়ার পর কয়েক সপ্তাহ ধরে ইউটিউব বিলবোর্ডের শীর্ষে ছিল বিটিএসের 'ডায়নামাইট’। ছবি: সংগৃহীত

গ্র্যামি অ্যাওয়ার্ডের আসরে প্রথমবারের মতো মনোনয়ন পেয়ে ইতিহাস গড়েছে জনপ্রিয় দক্ষিণ কোরিয়ান ব্যান্ড বিটিএস।

গতকাল মঙ্গলবার ৬৩তম গ্র্যামির মনোনয়ন ঘোষণায় এ কথা জানানো হয়েছে।

বিবিসি জানিয়েছে, জনপ্রিয় ‘ডায়নামাইট’ গানটির জন্য লেডি গাগা, টেইলর সুইফটের মতো তারকাদের পাশাপাশি সেরা পপ ডুয়ো/ গ্রুপ পারফরম্যান্স বিভাগের জন্য মনোনয়ন পেয়েছে বিটিএস।

এ বছর আগস্টে কোরিয়ান ব্যান্ড বিটিএস তাদের প্রথম ইংরেজি গান ‘ডায়নামাইট’ প্রকাশ করেছ। জনপ্রিয় এ ব্যান্ডদলটি এর আগে অনেক গানে ইংরেজি ব্যবহার করলেও এই প্রথম তারা ভক্তদের পু্রোদস্তুর একটি ইংরেজি গান উপহার দিয়েছে।

আগস্টের শুরুর দিকে প্রকাশিত হওয়ার পর কয়েক সপ্তাহ ধরে গানটি বিলবোর্ডে শীর্ষে ছিল।

মনোনয়ন পাওয়ার পরই উল্লাস দেখিয়ে টুইটারে একটি ভিডিও পোস্ট করেছেন ব্যান্ডদলের সদস্যরা। এতে মনোনয়ন ঘোষণার পর একটি সোফা থেকে ব্যান্ডের চার সদস্যকে লাফিয়ে উঠতে দেখা যায়।

বিটিএসের পাশাপাশি একই ক্যাটাগরিতে আরও মনোনয়ন পেয়েছে লেডি গাগা ও আরিয়ানা গ্রান্ডে, টেইলর সুইফট ও বন আইভার, জাস্টিন বিবার ও কোয়াবো।

আগামী ৩১ জানুয়ারি বিজয়ীর হাতে গ্র্যামি অ্যাওয়ার্ড তুলে দেওয়া হবে।

বিটিএস ইতোমধ্যেই আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ড ও বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ড জিতেছে। গ্র্যামি জিতলে বিটিএসই হবে তিনটি বড় আমেরিকান সংগীত পুরষ্কার অর্জনকারী দক্ষিণ কোরিয়ার প্রথম ব্যান্ড।

Comments

The Daily Star  | English

Yunus sets December deadline for polls preparations

Says presiding or polling officers in past three elections should not be reappointed to the same roles where possible

6m ago