ধলেশ্বরী নদী তীরের অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
ধলেশ্বরী নদীর তীরে নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ফেরীঘাট এলাকায় অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। এতে নদীর পাড়ের অন্তত পাঁচ একর জমি উদ্ধার হয়েছে।
আজ বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুব জামিল এ অভিযান পরিচালনা করেন।
এ সময় বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম-পরিচালক শেখ মাসুদ কামাল, উপপরিচালক মোবারক হোসেন, সহকারী পরিচালক নূর হোসেনসহ পুলিশ, নৌ পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম-পরিচালক শেখ মাসুদ কামাল বলেন, ‘বক্তাবলী এলাকায় ১৫টি ইটভাটার মালিক নদী দখল করেছিল। নদীর তীর দখল ও ভরাট করে ইটভাটার যে সব অবৈধ স্থাপনা নির্মাণ করা হয়েছিল, সেগুলো ভেঙ্গে দেওয়া হয়েছে।'
'হাইকোর্টের নির্দেশ অনুযায়ী আমাদের এই উচ্ছেদ অভিযান চলবে,' যোগ করেন তিনি।
Comments