ব্রাহ্মণবাড়িয়ায় বাস-পাওয়ার টিলারের সংঘর্ষে নিহত ৩
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে পাওয়ার টিলারের মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন।
আজ বুধবার সন্ধ্যায় উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের রামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সরাইলের খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- বিজয়নগর উপজেলার চর-ইসলামপুর গ্রামের মৃত সাঈদ মিয়ার ছেলে আকতার হোসেন (৪৮), মৃত সোলমান মিয়ার ছেলে রমজান মিয়া (৫৮) ও মৃত হাবিবুল্লাহ মিয়ার ছেলে শহীদুল্লাহ মিয়া (৩২)।
হাইওয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘সিলেটগামী যাত্রীবাহী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা পাওয়ার টিলারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাওয়ার টিলারের তিন আরোহী মারা যান।’
তিনি আরও বলেন, ‘দুর্ঘটনায় বাসটির পাঁচ যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে। তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে পাঠানো হয়েছে।’
Comments