‘তোমার থেকে বড় সুপারস্টার কেউ ছিল না, আসবেও না’
মাশরাফি বিন মর্তুজা আগেও অনেকবার বলেছেন দিয়েগো ম্যারাডোনা তার প্রিয় ক্রীড়াব্যক্তিত্ব। আশি-নব্বুইর দশকে আরও অনেকের মতো ম্যারাডোনার পায়ে মোহাবিষ্ট হয়ে মাশরাফিরও ফুটবল ভালোবাসা। এই কিংবদন্তির বিদায়ে তাই শোকাহত বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জানালেন, ম্যারাডোনার চেয়ে বড় সুপারস্টার আর কেউ আসবে না।
বুধবার বাংলাদেশ সময় রাতে আসে দুনিয়া কাঁপানো খারাপ খবর। হৃদরোগে আক্রান্ত হয়ে ৬০ বছর বয়েসে বিদায় নেন ম্যারাডোনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাবৎ দুনিয়া জুড়ে শোক প্রকাশের স্রোতে সামিল হন মাশরাফিও।
নিজের শৈশবের হিরোর প্রতি মাশরাফি ঢেলে দেন আবেগ, ‘শোকের পরে শোক চলছে। তোমার থেকে বড় সুপারস্টার আমার চোখে আর কেউ ছিলো না, আর আসবেও না। ব্যক্তি জীবনে তুমি আমার একমাত্র সুপারস্টার ছিলে যাকে আমি একবার হলেও সামনে থেকে দেখতে চেয়েছিলাম।
‘তোমার বা পায়ের আঁকা নিখুত গোলের ছবি গুলো মনের ক্যানভাসে থেকে যাবে আজীবন। ভালো থেকো ওপারে যাদুকর। দি ড্রিবলিং মাস্টার! দিয়াগো আরমান্দো মারাদোনা। (RIP)’
Comments