করোনাভাইরাস: আক্রান্তের সংখ্যা ৬ কোটি ছাড়াল

বিশ্বব্যাপী প্রতিনিয়ত মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। ইতোমধ্যে ১৪ লাখ ২০ হাজারের বেশি মানুষ মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ছয় কোটির বেশি। এ ছাড়া, সুস্থ হয়েছেন তিন কোটির বেশি মানুষ।
us_corona_0.jpg
ছবি: রয়টার্স ফাইল ফটো

বিশ্বব্যাপী প্রতিনিয়ত মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। ইতোমধ্যে ১৪ লাখ ২০ হাজারের বেশি মানুষ মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ছয় কোটির বেশি। এ ছাড়া, সুস্থ হয়েছেন তিন কোটির বেশি মানুষ।

আজ বৃহস্পতিবার জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য জানিয়েছে।

জনস হপকিনস ইউনিভার্সিটির সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ছয় কোটি তিন লাখ ৪৬ হাজার ৯৭০ জন এবং মারা গেছেন ১৪ লাখ ২০ হাজার ৭২১ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন তিন কোটি ৮৬ লাখ ৬৭ হাজার ৬৩৭ জন।

একবিংশ শতাব্দীতে এখন পর্যন্ত সবচেয়ে বড় মহামারি কোভিড-১৯। গত ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ ঘটে।

প্রায় আড়াই মাসের মধ্যে গত ৩ এপ্রিল বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ১০ লাখ ছাড়ায়। এর দেড় মাসের মধ্যেই আরও ৪০ লাখ মানুষ আক্রান্ত হয়ে গত ২১ মে মোট আক্রান্তের সংখ্যা ৫০ লাখ ছাড়ায়। পরের ৩৭ দিনে আরও ৫০ লাখের বেশি মানুষ আক্রান্ত হলে গত ২৮ জুন মোট আক্রান্তের সংখ্যা এক কোটি ছাড়ায়। এর পরের ৪৪ দিনে আক্রান্ত হয় আরও এক কোটিরও বেশি মানুষ আক্রান্ত হয়ে মোট আক্রান্তের সংখ্যা দুই কোটি ছাড়ায়।

করোনাভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্ত হয়েছেন এক কোটি ২৭ লাখ ৭২ হাজার ৭২১ জন এবং মারা গেছেন দুই লাখ ৬২ হাজার ১৭৭ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ৪৮ লাখ ৩৫ হাজার ৯৫৬ জন।

যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি মৃত্যু দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ৬১ লাখ ৬৬ হাজার ৬০৬ জন, মারা গেছেন এক লাখ ৭০ হাজার ৭৬৯ জন এবং সুস্থ হয়েছেন ৫৫ লাখ ৩৪ হাজার ১০ জন।

মৃত্যুর সংখ্যার দিক থেকে তৃতীয়তে রয়েছে মেক্সিকো। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত এক লাখ তিন হাজার ৫৯৭ জন মারা গেছেন। সুস্থ হয়েছেন সাত লাখ ৯৮ হাজার ৩৭ জন।

মৃত্যুর সংখ্যার দিক থেকে চতুর্থ অবস্থানে থাকা যুক্তরাজ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৫৬ হাজার ৬৩০ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৬০ হাজার ৮৭২ জন। সুস্থ হয়েছেন তিন হাজার ৪৪৫ জন।

সংক্রমণের দিক থেকে দ্বিতীয়তে থাকা ভারতে আক্রান্ত হয়েছেন ৯২ লাখ ৬৬ হাজার ৭০৫ জন, মারা গেছেন এক লাখ ৩৫ হাজার ২২৩ জন এবং সুস্থ হয়েছেন ৮৬ লাখ ৭৯ হাজার ১৩৮ জন।

উল্লেখ্য, গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত চার লাখ ৫৪ হাজার ১৪৬ জনকে শনাক্ত করা হয়েছে। মারা গেছেন ছয় হাজার ৪৮৭ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন তিন লাখ ৬৯ হাজার ১৭৯ জন।

Comments

The Daily Star  | English

9 die of dengue

Highest single-day deaths this year

31m ago