করোনাভাইরাসে আক্রান্ত কাজী সালাউদ্দিন
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বাংলাদেশের ফুটবলের সর্বোচ্চ কর্তা ও সাবেক কিংবদন্তি ফুটবলারের করোনা আক্রান্তের খবর নিশ্চিত করে বাফুফে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানান, মৃদু উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আছেন সালাউদ্দিন, ‘গতকাল বাফুফে সভাপতির কোভিড-১৯ পরীক্ষা ফল পজিটিভ এসেছে। মৃদু উপসর্গ নিয়ে তিনি এখন আইসোলেশনে আছেন।’
২৩ নভেম্বর আরেক খ্যাতিমান ফুটবলারের বাদল রায়ের মৃত্যুর পর তাকে শ্রদ্ধা নিবেদনের জন্য যাননি সালাউদ্দিন। সেদিন জানা যায় কিছুটা অসুস্থ বোধ করছেন তিনি। ৬৬ বছর বয়েসী সালাউদ্দিন দেশের ফুটবল ইতিহাসে সবচেয়ে বড় নাম। গত অক্টোবর মাসে চতুর্থবারের মতো বাফুফে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি।
Comments