রংপুরে ছিনতাইয়ের পরে গাড়িচাপায় গরু ব্যবসায়ীকে হত্যা
রংপুরের মিঠাপুকুর উপজেলায় গরু বিক্রির টাকা ছিনিয়ে নিয়ে সাদেক বাদশা (৪০) নামে এক ব্যবসায়ীকে গাড়িচাপায় হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় আরও দুই ব্যবসায়ীর কাছ থেকে তারা মোট সাড়ে তিন লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়।
মাইক্রোবাসের ধাক্কায় সাজু মিয়া নামে এক ভটভটিচালক গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
আজ বৃহস্পতিবার সকালে সাজু দ্য ডেইলি স্টারকে বলেন, কুড়িগ্রামের বড়বাড়ি হাটে গরু বিক্রি করে গতকাল রাতে কয়েকজন ব্যবসায়ী আমার ভটভটিতে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার নলেয়ায় ফিরছিলেন। আনুমানিক রাত ৮টার দিকে মিঠাপুকুর উপজেলার বলদিপুকুর আকুরপাচি মোড়ে পৌঁছালে ঢাকা-রংপুর মহাসড়কে একটি সিএনজি পাম্পের পাশে আট থেকে নয় জন আমাদের গতিরোধ করেন। তারা নিজেদের আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দেন।
এক পর্যায়ে তিন ব্যবসায়ীর কাছ থেকে সাড়ে তিন লাখ টাকা ছিনিয়ে নেন। বাদশা নামে এক ব্যবসায়ী তাদের বাধা দেওয়ার চেষ্টা করলে দুর্বৃত্তরা তাকে চাপা দিয়ে মাইক্রোবাস নিয়ে পালিয়ে যান। আমিও মাইক্রোবাসের সামনে ছিলাম, তারা আমাকেও ধাক্কা দিয়ে চলে যান। অন্যান্য ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা বাদশা এবং আমাকে হাসপাতালে নিয়ে আসেন— বলেন সাজু।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মৃদুল রায় দ্য ডেইলি স্টারকে বলেন, হাসপাতালে আসার আগেই বাদশার মৃত্যু হয়েছে।
এ বিষয়ে রংপুরের জেলা পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার বলেন, দুর্বৃত্তদের ধরতে প্রয়োজনীয় তৎপরতা শুরু হয়েছে। ঘটনাটি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।
Comments