সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্মদিনে ‘বেলাশুরু’
কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্মদিন আগামী ১৯ জানুয়ারি। ওই দিন মুক্তি পাচ্ছে তার অভিনীত বেলাশেষে সিনেমার সিকুয়েল ‘বেলাশুরু’।
শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় পরিচালিত সিনেমাটি অনেক আগেই মুক্তি পাওয়ার কথা ছিল। তবে করোনা মহামারির কারণে মুক্তির তারিখ পিছিয়ে যায়। বেলাশুরু সিনেমায় প্রধান ভূমিকায় অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। আরও অভিনয় করছেন স্বাতীলেখা সেনগুপ্ত, ঋতুপর্ণা সেনগুপ্ত, খরাজ মুখোপাধ্যায়, অপরাজিতা আঢ্যসহ অনেকে।
ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্মদিনে ছবি মুক্তির বিষয়টি জানিয়েছে।
Comments