লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় মা-ছেলে নিহত, আহত ৫

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় মা ও ছেলে নিহত হয়েছেন। আহত হয়েছেন ইজিবাইক চালকসহ পাঁচ জন।
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় মা ও ছেলে নিহত এবং আহত হয়েছেন পাঁচ জন। ছবি: সংগৃহীত

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় মা ও ছেলে নিহত হয়েছেন। আহত হয়েছেন ইজিবাইক চালকসহ পাঁচ জন।

আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার চৌধুরী মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কালীগঞ্জ উপজেলার ভোটমারি ইউনিয়নের চর শোলমারী গ্রামের ইজিবাইক চালক বদিউজ্জামানের স্ত্রী মনজিলা বেগম (৩৩) ও তার ছেলে সাজেদুল ইসলাম(৩)।

পুলিশ ও স্থানীয়রা দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, স্ত্রী-সন্তানসহ কয়েকজন যাত্রী নিয়ে বাড়ি থেকে কালীগঞ্জের দিকে যাচ্ছিলেন ইজিবাইক চালক বদিউজ্জামান।

লালমনিরহাট-বুড়িমারী সড়কের চৌধুরী মোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস ইজিবাইকটিকে চাপা দিলে বদিউজ্জামানের স্ত্রী মনজিলা বেগম ও তার ছেলে সাজেদুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান। আহত হন ইজিবাইক চালক ও এর চার যাত্রী।

স্থানীয়রা আহতদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়েছেন।

আহতদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন ডেইলি স্টারকে বলেছেন, ‘সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে দুর্ঘটনার পর পরই পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।’

Comments