ধানমণ্ডি ও সাভার থেকে ৩ ‘জঙ্গি’ গ্রেপ্তার

রাজধানীর ধানমণ্ডি ও জেলার সাভারে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য সন্দেহে তিন জনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।
ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমণ্ডি ও জেলার সাভারে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য সন্দেহে তিন জনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

আজ বৃহস্পতিবার র‌্যাব-৪ এর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ৩১ অক্টোবর আটককৃত আনসার আল ইসলামের দুই সদস্যের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে র‍্যাব।  

গ্রেপ্তারকৃতরা হলেন- গোপালগঞ্জের মো. নাহিদা মিনা (২৭), ঝালকাঠির মো. সালাম হাওলাদার (২৫) ও গাজীপুরের মো. তুষার আহমেদ (১৭)।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজেদের আনসার আল ইসলামের সক্রিয় সদস্য বলে স্বীকারোক্তি দিয়েছেন গ্রেপ্তারকৃতরা। তাদের কাছ থেকে উগ্রবাদী বই, লিফলেট ও মোবাইল ফোন জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

Comments