পিরোজপুরে মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

ছবি: স্টার

বেতন স্কেল পরিবর্তনের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে পিরোজপুরের মাঠ পর্যায়ে তিন পদে কর্মরত স্বাস্থ্য কর্মীরা। বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন এর ব্যানারে আজ বৃহস্পতিবার সকাল থেকে এ কর্মবিরতি শুরু হয়।

সংগঠনটির পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা শাখার সভাপতি নাসরিন আক্তার জানান, স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারী এই তিন পদের স্বাস্থ্যকর্মীরা এ কর্মবিরতি পালন করছেন। দাবি মানা না হলে, অনির্দিষ্টকাল এ কর্মবিরতি চলবে বলে জানান তিনি।

আগামী ৫ ডিসেম্বর থেকে শুরু হওয়া হাম ও রুবেলা ভ্যাকসিন কর্মসূচিসহ তাদের পরিচালিত ১০ ধরনের ভ্যাকসিন কর্মসূচির কোনোটিতে অংশ না নেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি।

তিনি জানান, ১৯৯৮ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ২০১৮ সালে স্বাস্থ্যমন্ত্রীর ঘোষণা এবং ২০২০ সালের ২০ ফেব্রুয়ারি স্বাস্থ্যমন্ত্রীর লিখিত প্রতিশ্রুতি দেওয়ার পরও, মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্যকর্মীদের বেতন স্কেল পরিবর্তনের জন্য কোন প্রজ্ঞাপন জারি করেনি সরকার।

এ বিষয়ে পিরোজপুরের সিভিল সার্জন ডা. মো. হাসনাত ইউসুফ জাকী আশা করেন দ্রুত স্বাস্থ্যকর্মীদের এ কর্মবিরতি শেষ হবে।

Comments

The Daily Star  | English

5 more advisers to be sworn in today

The oath-taking will take place at the Darbar Hall of the Bangabhaban at 7:00pm

46m ago