ইলেকটোরাল ভোটে বাইডেন জিতলে অবশ্যই হোয়াইট হাউস ছাড়বো: ট্রাম্প
ইলেকটোরাল কলেজের ভোটে আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন বিজয়ী হলে হোয়াইট হাউস ছেড়ে দেবেন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার আবারও ভোট গণনায় ‘ব্যাপক জালিয়াতি’ ও আইনি লড়াই চালিয়ে যাওয়ার কথা বলেছিলেন ট্রাম্প।
ইলেকটোরাল কলেজের ভোটে হারলে তিনি হোয়াইট হাউস ছেড়ে দেবেন কিনা, গতকাল টেলিকনফারেন্সে এক সাংবাদিকের এমন এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘অবশ্যই আমি ছাড়বো এবং আপনারা এটা জানেন যে আমি ছাড়বো।’
একাধিক রাজ্যে আইনি চ্যালেঞ্জের কথা জানিয়ে ট্রাম্প বলেছেন, ‘আজ এবং ২০ জানুয়ারির মধ্যে এখনও অনেক কিছুই ঘটতে পারে।’
তিনি আরও বলেছেন, ‘হার মেনে নেওয়া সত্যিই খুব কঠিন হবে। কারণ, আমরা জানি সেখানে (নির্বাচন) বড় ধরনের জালিয়াতি হয়েছে।’
মার্কিন গণমাধ্যমের পূর্বাভাস অনুযায়ী, জো বাইডেন সবমিলিয়ে ৩০৬টি ইলেকটোরাল ভোট পেতে যাচ্ছেন। অন্যদিকে, ট্রাম্প পেতে পারেন ২৩২টি ভোট।
শুরু থেকেই নির্বাচনে ‘ব্যাপক কারচুপি’র অভিযোগ তুললেও এখনও পর্যন্ত ট্রাম্পের কোনো অভিযোগের সত্যতা মেলেনি।
তিনি ২০২৪ সালে রিপাবলিকান দলের হয়ে আবারও নির্বাচনে দাঁড়াবেন কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেছেন, ‘আমি এখনই ২০২৪ সাল নিয়ে কথা বলতে চাই না।’
ট্রাম্পের মতে, ২০২০ সালের নির্বাচনের ফল পেতে এখনও ‘অনেক দীর্ঘ পথ পাড়ি দিতে হবে।’
Comments