ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ ইনিংস

ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ, স্টিভেন স্মিথ ও গ্লেন ম্যাক্সওয়েলের কল্যাণে ভারতের বিপক্ষে ওয়ানডেতে নিজেদের সর্বোচ্চ রানের ইনিংস গড়ল তারা।
smith
ছবি: টুইটার

অস্ট্রেলিয়ার মাটিতে ফিরল আন্তর্জাতিক ক্রিকেট। করোনাভাইরাস বিরতির পর প্রথমবারের মতো কোনো ক্রিকেট ম্যাচে ফিরল দর্শকও। নানা উপলক্ষের মুহূর্তগুলো আরও উজ্জ্বল হয়ে উঠল অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের তাণ্ডবে। ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ, স্টিভেন স্মিথ ও গ্লেন ম্যাক্সওয়েলের কল্যাণে ভারতের বিপক্ষে ওয়ানডেতে নিজেদের সর্বোচ্চ রানের ইনিংস গড়ল তারা।

শুক্রবার তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে রানের পাহাড়ে চড়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। সিডনিতে টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ৩৭৪ রান তুলেছে তারা। ভারতের বিপক্ষে দলটির আগের সর্বোচ্চ স্কোর ছিল ২০০৩ বিশ্বকাপের ফাইনালে। তারা করেছিল ২ উইকেটে ৩৫৯ রান। 

অধিনায়ক ফিঞ্চের ব্যাট থেকে আসে দারুণ সেঞ্চুরি। ১২৪ বলে ৯ চার ও ২ ছয়ে ১১৪ রান করেন তিনি। তিনে নেমে ঝড়ো সেঞ্চুরি করেন স্মিথ। মাত্র ৬২ বলে তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছান তিনি। সাজঘরে ফেরার আগে ৬৬ বলে করেন ১০৫ রান। তার ইনিংসে ছিল ১১ চার ও ৪ ছক্কা। ওপেনার ওয়ার্নার ৭৬ বলে করেন ৬৯ রান। পাঁচে নেমে টর্নেডো ব্যাটিং করেন ম্যাক্সওয়েল। ৫ চার ও ৩ ছয়ে ১৯ বলে ৪৫ রানে আউট হন তিনি।

ফিঞ্চ ও ওয়ার্নারের উদ্বোধনী জুটিতে আসে ১৫৬ রান। দ্বিতীয় উইকেটে ফিঞ্চ ও স্মিথ যোগ করেন ১০৮ রান। উইকেট হাতে থাকায় শেষ ১০ ওভারে ভারতীয় বোলারদের কচুকাটা করে অজিরা। স্মিথ-ম্যাক্সওয়েলের দাপটে ১১০ রান তোলে তারা। ভারতের পাঁচ বোলারের মধ্যে ওভারপ্রতি ছয়ের নিচে রান দিতে পারেন কেবল মোহাম্মদ শামি। তিনি ৫৯ রানে নেন ৩ উইকেট।

অস্ট্রেলিয়ার রান উৎসবের ম্যাচে বিব্রতকর রেকর্ড গড়েছেন যুজবেন্দ্র চাহাল। ওয়ানডেতে ভারতীয় স্পিনারদের মধ্যে সবচেয়ে খরুচে বোলিংয়ের রেকর্ডে নিজেকেই ছাড়িয়ে গেছেন তিনি। ১০ ওভারে ১ উইকেট নিতে তিনি দিয়েছেন ৮৯ রান। গত বছর ইংল্যান্ড বিশ্বকাপে স্বাগতিকদের বিপক্ষে ৮৮ রান দিয়েছিলেন তিনি।

Comments