করোনাভাইরাস

বিশ্বব্যাপী ৬ কোটি ১৫ লাখ ছাড়াল শনাক্ত

বিশ্বব্যাপী প্রতিনিয়ত মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। ইতোমধ্যে ১৪ লাখ ৪১ হাজারের বেশি মানুষ মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ছয় কোটির বেশি। এ ছাড়া, সুস্থ হয়েছেন তিন কোটির বেশি মানুষ। আজ শনিবার জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য জানিয়েছে।
corona_australia.jpg
ছবি: রয়টার্স

বিশ্বব্যাপী প্রতিনিয়ত মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। ইতোমধ্যে ১৪ লাখ ৪১ হাজারের বেশি মানুষ মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ছয় কোটির বেশি। এ ছাড়া, সুস্থ হয়েছেন তিন কোটির বেশি মানুষ। আজ শনিবার জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য জানিয়েছে।

জনস হপকিনস ইউনিভার্সিটির সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ছয় কোটি ১৫ লাখ ৯২ হাজার ৯৫ জন এবং মারা গেছেন ১৪ লাখ ৪১ হাজার ৯৩৬ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন তিন কোটি ৯৪ লাখ ১৬ হাজার ৭৩৩ জন।

একবিংশ শতাব্দীতে এখন পর্যন্ত সবচেয়ে বড় মহামারি কোভিড-১৯। গত ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ ঘটে।

প্রায় আড়াই মাসের মধ্যে গত ৩ এপ্রিল বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ১০ লাখ ছাড়ায়। এর দেড় মাসের মধ্যেই আরও ৪০ লাখ মানুষ আক্রান্ত হয়ে গত ২১ মে মোট আক্রান্তের সংখ্যা ৫০ লাখ ছাড়ায়। পরের ৩৭ দিনে আরও ৫০ লাখের বেশি মানুষ আক্রান্ত হলে গত ২৮ জুন মোট আক্রান্তের সংখ্যা এক কোটি ছাড়ায়। এর পরের ৪৪ দিনে আক্রান্ত হয় আরও এক কোটিরও বেশি মানুষ আক্রান্ত হয়ে মোট আক্রান্তের সংখ্যা দুই কোটি ছাড়ায়।

করোনাভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্ত হয়েছেন এক কোটি ৩০ লাখ ৮৮ হাজার ২৮২ জন এবং মারা গেছেন দুই লাখ ৬৪ হাজার ৮৪৪ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ৪৯ লাখ ৪৭ হাজার ৪৪৬ জন।

যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি মৃত্যু দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ৬২ লাখ ৩৮ হাজার ৩৫০ জন, মারা গেছেন এক লাখ ৭১ হাজার ৯৭৪ জন এবং সুস্থ হয়েছেন ৫৫ লাখ ৮১ হাজার ৪৩৬ জন।

মৃত্যুর সংখ্যার দিক থেকে তৃতীয়তে রয়েছে মেক্সিকো। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত এক লাখ চার হাজার ২৪২ জন মারা গেছেন। সুস্থ হয়েছেন আট লাখ তিন হাজার ৫৮১ জন।

মৃত্যুর সংখ্যার দিক থেকে চতুর্থ অবস্থানে থাকা যুক্তরাজ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৫৭ হাজার ৬৪৮ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৯৩ হাজার ২৪৮ জন। সুস্থ হয়েছেন তিন হাজার ৪৫৭ জন।

সংক্রমণের দিক থেকে দ্বিতীয়তে থাকা ভারতে আক্রান্ত হয়েছেন ৯৩ লাখ ৫১ হাজার ১০৯ জন, মারা গেছেন এক লাখ ৩৬ হাজার দুই শ জন এবং সুস্থ হয়েছেন ৮৭ লাখ ৫৯ হাজার ৯৬৯ জন।

উল্লেখ্য, গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত চার লাখ ৫৮ হাজার ৭১১ জনকে শনাক্ত করা হয়েছে। মারা গেছেন ছয় হাজার ৫৪৪ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন তিন লাখ ৭৩ হাজার ৬৭৬ জন।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago