ব্র্যাভোর পর সাকিবের ‘ডাবল’
স্বীকৃত টি-টোয়েন্টিতে সাড়ে তিনশ উইকেটের গণ্ডি সাকিব আল হাসান পেরিয়েছেন আগেই। এবার ৫ হাজার রানও স্পর্শ করলেন তিনি। তাতে একটি রেকর্ডেও বসা হয়ে গেছে তার। ক্যারিবিয়ান অলরাউন্ডার ডোয়াইন ব্র্যাভোর পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ৫ হাজার রান ও সাড়ে তিনশ উইকেট নিলেন তিনি।
শনিবার ‘ডাবল’ পূর্ণ করার দিনে সাকিবের ব্যাট ছিল মলিন। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে জেমকন খুলনার হয়ে ওপেন করতে নেমে ৭ বলে করেছেন মাত্র ৩ রান। নাহিদুল ইসলামের বলে মিড অনে ক্যাচ তুলে দেওয়ার আগে স্বস্তিতে পাওয়া যায়নি তাকে। আরেক ওপেনার এনামুল হক বিজয়ের রান আউটেও ছিল তার দায়।
টুর্নামেন্ট শুরুর আগে ৫ হাজার রানে যেতে সাকিবের দরকার ছিল ৩০ রান। প্রথম ম্যাচে ১৫, পরের ম্যাচে ১২ করে আউট হয়ে যান তিনি। দুই ম্যাচেই তাকে ব্যাট হাতে দেখা গেছে জড়সড়। এদিন মাইলফলক স্পর্শ করতে দরকার ছিল ৩ রান। ওই রান করার পরই বিদায় তার।
টি-টোয়েন্টিতে অবশ্য ৫ হাজারের বেশি রান আছে আরও ৬৪ জনের। সাড়ে তিনশ উইকেটও পেরিয়েছেন আরও ৫ জন। তবে একসঙ্গে সাড়ে তিনশ উইকেট আর ৫ হাজার রানের ক্লাবে ব্র্যাভোর সঙ্গী হলেন সাকিব।
Comments