বাসায় ফিরলেন জুয়েল আইচ
জাদুশিল্পী জুয়েল আইচ বাসায় ফিরেছেন। আজ শনিবার দুপুরে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে বাসায় ফিরছেন তিনি। তার স্ত্রী বিপাশা আইচ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘করোনার যে ঝুঁকি ছিল, তা থেকে তিনি আপাতত মুক্ত। শারীরিক অবস্থাও ভালো। তাই চিকিৎসকরা তাকে ছাড়পত্র দিয়েছেন। হাসপাতাল থেকে বাসায় ফিরে চিকিৎসকদের পরামর্শেই চলতে হবে। বেশ কিছুদিন বিশ্রামে থাকতে হবে।’
গত ৪ নভেম্বর জ্বরে আক্রান্ত হয়েছিলেন জুয়েল আইচ। জ্বরের মাত্রা বাড়তে থাকায় তার নমুনা পরীক্ষা করানো হলে জানা যায় তিনি কোভিড-১৯ পজিটিভ। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে প্রথমে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে নেওয়া হয় সম্মিলিত সামরিক হাসপাতালে। সেখানে তার শারীরিক অবস্থা আরও খারাপ হলে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়।
করোনায় তার ফুসফুসের ৪০ শতাংশের মতো সংক্রমিত হয়েছিল। করোনা ছাড়াও দীর্ঘদিন ধরে জুয়েল আইচ ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন।
আরও পড়ুন:
আইসিইউতে করোনাক্রান্ত জুয়েল আইচ
সুস্থ হলেও পুরোপুরি শঙ্কামুক্ত নন জুয়েল আইচ
Comments