৭ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষা স্থগিত
সাতটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সিনিয়র অফিসার পদের জন্য সমন্বিত নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে।
দেশের সামগ্রিক পরিস্থিতির কারণে ব্যাংকার্স সিলেকশন কমিটি (বিএসসি) এই সিদ্ধান্ত নিয়েছে।
বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক ও বিএসসি এর সদস্য সচিব আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
রাজধানীর ৬৭টি কেন্দ্রে ৫ ডিসেম্বর এই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
সাতটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান হলো--সোনালী ব্যাংক লিমিটেড, জনতা ব্যাংক লিমিটেড, রূপালী ব্যাংক লিমিটেড, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বাংলাদেশ হাউস বিল্ডিং ফিনান্স করপোরেশন, ইনভেস্টমেন্ট করপোরেশন বাংলাদেশ ও কর্মসংস্থান ব্যাংক।
আরিফ হোসেন খান দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা নিয়োগ পরীক্ষার সব প্রস্তুতি নিয়েছিলাম। তবে, বর্তমান পরিস্থিতির কারণে তা পিছিয়ে দিতে হয়েছে।'
নিয়োগ পরীক্ষার নতুন তারিখ পরে জানানো হবে বলেও জানান তিনি।
৫ ডিসেম্বর সাত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ৭৭১টি পদের বিপরীতে নিয়োগ পরীক্ষায় মোট এক লাখ ৪০ হাজার ১৫৫ জন প্রার্থীর অংশগ্রহণ করার কথা।
Comments