এমপি পাপুলের স্ত্রী, মেয়ে, শ্যালিকার আগাম জামিন আবেদন
১৪৮ কোটি ৪১ লাখ টাকার দুর্নীতির মামলায় সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুলের স্ত্রী, মেয়ে ও শ্যালিকা হাইকোর্টে আগাম জামিন আবেদন করেছেন। আজ শনিবার দুর্নীতি দমন কমিশন (দুদক) এর আইনজীবী খুরশিদ আলম খান দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুর্নীতি মামলায় আগাম জামিন চেয়ে পাপুলের স্ত্রী সংসদ সদস্য সেলিনা ইসলাম ও মেয়ে ওয়াফা ইসলাম ও শ্যালিকা জেসমিন প্রধান গত বৃহস্পতিবার তাদের আইনজীবী মহিরুলের মাধ্যমে হাইকোর্টের কাছে দুটি আবেদন করেন।
আইনজীবী খুরশিদ আলম খান দ্য ডেইলি স্টারকে জানান, আগামী সোমবার তাদের জামিন আবেদনের বিষয়ে হাইকোর্ট শুনানি করতে পারেন।
তিনি জানান, আবেদনকারীরা তাদের হয়রানি করার উদ্দেশ্যে এই মামলা করা হয়েছে উল্লেখ করে আগাম জামিনের আবেদন করেন।
দুদকের এই আইনজীবী জানান, হাইকোর্টের শুনানিতে জামিন আবেদনের বিরোধিতা করার প্রস্তুতি নিচ্ছেন তিনি।
গত ১১ নভেম্বর দুদক সংসদ সদস্য পাপুল, তার স্ত্রী, মেয়ে ও শ্যালিকার বিরুদ্ধে ১৪৮ কোটি ৪১ লাখ টাকা দুর্নীতি ও অর্থপাচারের মামলা করে। দুর্নীতির অভিযোগে সংসদ সদস্য পাপুল কুয়েতে গ্রেপ্তার আছেন।
Comments