খাসিয়া পরিবারকে জুম ফিরিয়ে দেওয়ার দাবি মানবাধিকার নেতৃবৃন্দের

মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার একটি খাসিয়া পরিবারের দখলকৃত জমি তাদেরকে ফিরিয়ে দেওয়ার জন্য স্থানীয় প্রশাসনকে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন বিভিন্ন মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ।
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন মানবাধিকার নেতৃবৃন্দ। ছবি: স্টার

মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার একটি খাসিয়া পরিবারের দখলকৃত জমি তাদেরকে ফিরিয়ে দেওয়ার জন্য স্থানীয় প্রশাসনকে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন বিভিন্ন মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তারা এ দাবি জানান।

আজ শনিবার মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ইসাছড়া পুঞ্জি পরিদর্শনের পর বেসরকারি সংগঠন কাপেং ফাউন্ডেশনের ব্যবস্থাপক ও বাংলাদেশ আদিবাসী ফোরামের সাংস্কৃতিক সম্পাদক হিরণ মিত্র চাকমার নেতৃত্বে নয় সদস্যের একটি প্রতিনিধি দল সেখানে যায়।

পরিদর্শন শেষে তারা জানান, প্রশাসনের তথ্য অনুযায়ী জমিটির আসল মালিক ইসাছড়া পুঞ্জির একটি খাসিয়া পরিবার। জমির মালিকের নাম জসপার আমলরং। তিনি একজন ক্যান্সার রোগী। তার জমি তাকেই বুঝিয়ে দেওয়া হোক।

খাসিয়া পুঞ্জিতে সম্প্রতি হামলা ও গির্জা ভাঙচুরের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিও জানিয়েছেন তারা।

প্রতিনিধি দল জানায়, পুঞ্জিবাসীদের সঙ্গে কিছু মানুষের ভূমি নিয়ে বিরোধ চলছে। প্রশাসন জমিটি উদ্ধার করে এর মালিককে বুঝিয়ে দিলেও, গত ৯ নভেম্বর সেখানে হামলার ফলে আতঙ্ক সৃষ্টি হয়েছে। এরপর সেখানে উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৫ দিনের জন্য নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়।

পুঞ্জিবাসীরা মনে করছেন, দীর্ঘদিন ধরে বংশ পরম্পরায় তারা সেখানে বসবাস করে আসছেন। এখন ভোগ দখল থেকে জোর করে স্থানীয় রফিক মিয়া ও তার সহযোগীরা তাদের সেখান থেকে উচ্ছেদ করে দিতে চাইছে।

পুঞ্জিবাসীদের আতঙ্ক কাটাতে ও এই বিরোধের একটি স্থায়ী সমাধানের লক্ষ্যে প্রতিনিধি দল পুঞ্জিবাসীদের সঙ্গে মত বিনিময় করেছেন।

যোগাযোগ করা হলে কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম ফরহাদ চৌধুরী জানান, শিগগির সব পক্ষের উপস্থিতিতে বিষয়টি সুরাহা করা হবে।

আরও পড়ুন: খাসিয়া পরিবারের পান জুম জোরপূর্বক দখল

ভুয়া দলিলে পানজুম দখল, অস্তিত্ব সংকটে খাসিয়া পরিবার

খাসিয়া পুঞ্জিতে ‘হামলা আতঙ্ক’ কাটছে না

মৌলভীবাজারে খাসিয়া পুঞ্জিতে হামলার প্রতিবাদে সিলেটে মানববন্ধন

Comments

The Daily Star  | English
Yunus-led interim govt takes charge

2 months of interim govt: Hopes still persist

The interim government had taken oath two months ago with overwhelming public support and amid almost equally unrealistic expectations.

1h ago