বাগেরহাটে ১৭ দিনের নিখোঁজ শিশু হত্যার স্বীকারোক্তি দিলেন মা
বাগেরহাটে ১৭ দিন বয়সী নবজাতক সোহানাকে হত্যা করার বিষয়ে শিশুটির মা শান্তা আক্তার পিংকি (২২) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন।
আজ শনিবার বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গতকাল শুক্রবার বিকালে শান্তা আক্তার বাগেরহাটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. খোকন হোসেনের আদালতে শিশুটিকে হত্যার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন।
পুলিশ সুপার পংকজ বলেন, ‘প্রথম থেকেই আমরা এ মামলাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছিলাম। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং বিভিন্ন তথ্য সংগ্রহ করেছি। আমাদের প্রথম থেকেই মনে হচ্ছিল যে এ হত্যাকাণ্ডের সঙ্গে পরিবারের কেউই জড়িত।’
এ কারণে প্রথমে শিশুটির বাবা সুজন খানকে পুলিশ গ্রেপ্তার করে বলে তিনি জানান। পরে, তাকে আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হয়। আদালত তার রিমান্ড মঞ্জুর করার পর, শিশুটির মা ও বাবাকে মুখোমুখি রেখে জিজ্ঞাসাবাদ করা হয়। এক পর্যায়ে শিশুটির মা হত্যার বিষয়টি স্বীকার করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ঠাকুর দাস বলেন, সুজন খান ও পিংকি দুজনেরই এটা দ্বিতীয় বিয়ে এবং তাদের আগের সংসারের বাচ্চা রয়েছে। পারিবারিক ঝামেলা থেকেই শিশুটিকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারনা করা হচ্ছে।
আরও পড়ুন: বাগেরহাটে ১৭ দিনের নবজাতক চুরি
Comments