পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের ২৫ প্রার্থী

পৌরসভা নির্বাচনে (প্রথম ধাপ) দলীয় মনোনীত ২৫ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ।

পৌরসভা নির্বাচনে (প্রথম ধাপ) দলীয় মনোনীত ২৫ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ।

আজ শনিবার বিকাল সাড়ে ৩টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় এই ২৫ জনের নাম ঘোষণা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যরিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ২৫ প্রার্থীর নামের তালিকা গণমাধ্যমে পাঠানো হয়েছে।

মনোনীত প্রার্থীরা হলেন- পঞ্চগড় সদর পৌরসভায় জাকিয়া খাতুন, ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ পৌরসভায় মো. কশিরুল আলম, দিনাজপুর জেলার ফুলবাড়ী পৌরসভায় মো. খাজা মইন উদ্দীন, রংপুর জেলার বদরগঞ্জ পৌরসভায় মো. আহাসানুল হক চৌধুরী, কুড়িগ্রাম সদর পৌরসভায় মো. কাজিউল ইসলাম, রাজশাহী জেলার পুঠিয়া পৌরসভায় মো. রবিউল ইসলাম, কাটাখালীতে মো. আব্বাস আলী, সিরাজগঞ্জের শাহজাদপুরে মনির আক্তার খান তরু লোদী, পাবনার চাটমোহর পৌরসভায় সাখাওয়াত হোসেন সাখো, কুষ্টিয়ার খোকসা পৌরসভায় আল মাছুম মুর্শেদ, খুলনার দাকোপ উপজেলার চালনায় সনৎ কুমার বিশ্বাস, চুয়াডাঙ্গা জেলার চুয়াডাঙ্গা পৌরসভায় রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার, বরগুনার বেতাগীতে এ বি এম গোলাম কবির, পটুয়াখালী কলাপাড়া উপজেলার কুয়াকাটা পৌরসভায় আ. বারেক মোল্লা, বরিশালের উজিরপুর পৌরসভায় মো. গিয়াস উদ্দিন বেপারী, বাকেরগঞ্জে মো. লোকমান হোসেন ডাকুয়া, মানিকগঞ্জ জেলার সদর উপজেলায় মো. রমজান আলী, ধামরাই পৌরসভায় গোলাম কবির, গাজীপুরের শ্রীপুর পৌরসভায় মো. আনিছুর রহমান, ময়মনসিংহ জেলার গফরগাঁও পৌরসভায় এস এম ইকবাল হোসেন (সুমন), নেত্রকোনা জেলার মদন পৌরসভায় মো. আব্দুল হান্নান তালুকদার, সুনামগঞ্জ জেলার দীরাই পৌরসভায় বিশ্বজিৎ রায়, মৌলভীবাজারের বড়লেখা পৌরসভায় আবুল ইমাম মো. কামরান চৌধুরী, হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ পৌরসভায় মো. মাসুদউজ্জামান মাসুক ও চট্টগ্রাম জেলার সীতাকুন্ডু পৌরসভায় বদিউল আলম।

Comments

The Daily Star  | English

8 killed as private car falls into roadside canal in Pirojpur

At least eight people, including four members of a family, died after a private car plunged into a roadside canal in Pirojpur early today

14m ago