গাজীপুরে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১
গাজীপুরে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাইকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল রাতে গাজীপুর মহানগরের বাসন থানা এলাকায় অভিযান চালিয়ে আলী আকবরকে (৩৫) গ্রেপ্তার করা হয়।
র্যাব-১ গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্পের ইনচার্জ লে. কমান্ডার আব্দুল্লাহ-আল মামুন জানান, আলী আকবর প্রায় ৩ মাস আগে ওই তরুণীকে পোশাক কারখানায় চাকরি দেওয়ার কথা বলে গাজীপুরে নিয়ে আসে। পরে তাকে প্রাণনাশের ভয় দেখিয়ে ধর্ষণ করে আসছিল। ওই তরুণীর লিখিত অভিযোগের পর র্যাব সদস্যরা অভিযুক্ত আলী আকবরকে গ্রেপ্তার করে।
আব্দুল্লাহ-আল মামুন জানান, গ্রেপ্তারের পর অভিযোগ স্বীকার করেছে আসামি। এ ঘটনায় ওই তরুণী বাদী হয়ে আজ দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এর বাসন থানায় একটি মামলা করেছেন।
Comments