করোনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সমন্বয়ক আবদুল হান্নানের মৃত্যু
মুক্তিযোদ্ধা ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সমন্বয়ক এম আবদুল হান্নান খান করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।
আজ রোববার বেলা পৌনে ১টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তদন্ত সংস্থার জ্যেষ্ঠ সমন্বয়ক এম সানাউল হক দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।
গত বৃহস্পতিবার আবদুল হান্নান খানের পরিবারের সব সদস্যের করোনা পজিটিভ আসে। ওইদিনই আবদুল হান্নান খানকে সিএমএইচে ভর্তি করা হয়।
Comments