ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্নুৎপাত, বিমানবন্দরে ছাই বৃষ্টি
ইন্দোনেশিয়ার মাউন্ট ইলি লেওতোলোক আগ্নেয়গিরিতে গতকাল থেকে অগ্নুৎপাত শুরু হয়েছে। আকাশে বিস্তীর্ণ জায়গা জুড়ে ধোয়া ও ছাই ছড়িয়ে পড়ায় বিমান চলাচলে সতর্কতা জারি করা হয়েছে। বন্ধ রয়েছে স্থানীয় বিমানবন্দর।
দ্য গার্ডিয়ান জানায়, দক্ষিণ-পূর্ব এশীয় দ্বীপপুঞ্জের প্রত্যন্ত অঞ্চলে এই বিস্ফোরণে আহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। তবে সম্ভাব্য লাভা প্রবাহ সম্পর্কে সতর্ক করার সঙ্গে আগ্নেয়গিরির সতর্কতা স্থিতিকে এর দ্বিতীয় সর্বোচ্চ স্তরে উন্নীত করেছে কর্তৃপক্ষ।
জ্বালামুখের আশপাশের চার কিলোমিটার এলাকাকে ‘নো গো জোন’ ঘোষণা করা হয়েছে। আগ্নেয়গিরির ছাই বৃষ্টি হওয়ার ইস্ট নুসা টেংগাড়ার উনোপিতু বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
ইন্দোনেশিয়ার ভূতাত্ত্বিক সংস্থা বলেছে, ‘জনসাধারণকে জ্বালামুখের চার কিলোমিটারের মধ্যে যাতায়াত ও কোনো কাজ না করার পরামর্শ দেওয়া হয়েছে।’
‘রিং অব ফায়ারে’ অবস্থানের কারণে ইন্দোনেশিয়ায় প্রায় ১৩০টি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে, যা প্রশান্ত মহাসাগরের চারদিকে টেকটোনিক প্লেটের সীমানা বেষ্টিত এবং যেখানে ঘন ঘন ভূমিকম্প হতে দেখা যায়।
Comments