বিনামূল্যে করোনার ভ্যাকসিন দেওয়া হবে: মন্ত্রিপরিষদ সচিব
করোনার ভ্যাকসিন বিনামূল্যে দেশের মানুষ পাবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তবে ভ্যাকসিন কারা আগে পাবে সেটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নীতি অনুযায়ী ঠিক করা হবে।
মন্ত্রিসভার বৈঠক শেষে আজ সরকারের এই সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানান মন্ত্রিপরিষদ সচিব।
তিনি বলেন, বৈঠকে ভ্যাকসিন সংগ্রহের সর্বশেষ অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে।
ঘরের বাইরে বাধ্যতামূলক মাস্ক পরার ব্যাপারে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সর্বোচ্চ সাজা দেওয়া হবে। নির্দেশ অমান্যকারীদের প্রয়োজনে কারাগারে পর্যন্ত পাঠানো হবে।
অক্সফোর্ডের উদ্ভাবিত টিকা সংগ্রহে এরই মধ্যে বাংলাদেশ সরকার টিকা উৎপাদনকারী ভারতীয় প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউট এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের সঙ্গে চুক্তি করেছে। তিন কোটি ডোজ টিকা সংগ্রহের কথা জানিয়েছে সরকার। এর জন্য ৭৩৫ কোটি ৭৭ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।
কোভিড-১৯ সংক্রমণের সর্বোচ্চ ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীকে প্রথমে টিকা দেওয়ার কথা জানিয়েছে সরকার। সে অনুযায়ী মহামারি মোকাবিলায় নিয়োজিত স্বাস্থ্যকর্মী, সম্মুখসারির কর্মী, বয়োজ্যেষ্ঠ জনগোষ্ঠী, রোগ প্রতিরোধ ক্ষমতাহীন ও দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত জনগোষ্ঠী, শিক্ষাকর্মী এবং গণপরিবহনকর্মীরা টিকাপ্রাপ্তির ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।
আরও পড়ুন:
করোনা ভ্যাকসিন সংরক্ষণ ও সরবরাহের প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ
কোভ্যাক্স সুবিধায় প্রায় ৭ কোটি ডোজ করোনা ভ্যাকসিন পাবে বাংলাদেশ
Comments