যশোরে সাড়ে ৩ কেজি স্বর্ণের বারসহ আটক ৩
যশোরের বাহাদুরপুর বাজার থেকে ভারতে পাচারের সময় সাড়ে তিন কেজি ওজনের স্বর্ণের বারসহ তিন পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ সোমবার দুপুরে বেনাপোলগামী ফেম পরিবহন নামের একটি বাসে অভিযান চালিয়ে এই স্বর্ণ উদ্ধার করা হয়।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন- মুন্সিগঞ্জ জেলার রতন কুমার পোদ্দার (৪৫), ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রদীপ সাহা (৫০) ও ঢাকার গেণ্ডারিয়া এলাকার পংকজ দত্ত (৪৮)।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা যশোরের বাহাদুরপুর বাজারে বেনাপোলগামী ফেম পরিবহনে অভিযান চালিয়ে সাড়ে তিন কেজি ওজনের ৩২ পিস স্বর্ণের বারসহ তিন ব্যক্তিকে আটক করে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে যশোর কোতোয়ালী থানায় সোপর্দ করা হয়েছে।
জব্দকৃত স্বর্ণের বাজার মূল্য দুই কোটি ৪১ লাখ ৫০ হাজার টাকা বলে জানায় বিজিবি।
Comments