মোজাম্বিকে ডাকাতের গুলিতে বাংলাদেশি নিহত
আফ্রিকা মহাদেশের মোজাম্বিকে কৃষ্ণাঙ্গ ডাকাতদের ছোঁড়া গুলিতে কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার বাসিন্দা ছরওয়ার উদ্দিন (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন।
তিনি পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের বড়পাড়া গ্রামের হাজী রশিদ আহমদ সওদাগরের ছেলে।
ছরওয়ার উদ্দিনের পিতা স্থানীয় সাংবাদিকদের বলেন, ‘আজ সোমবার ভোররাত দেড়টার দিকে মোজাম্বিকে এ ঘটনা ঘটে। গত পাঁচ বছর আগে আমার ছেলে ছরওয়ার উদ্দিন জীবিকার তাগিদে মোজাম্বিকে যায়। সেখানে মুদির দোকানের ব্যবসা করত সে।’
তিনি আরও বলেন, ‘ঘটনার দিন মোজাম্বিকের স্থানীয় সময় রাত দেড়টার দিকে মুখোশ পরিহিত একদল কৃষ্ণাঙ্গ ডাকাত তার বাসায় ঢুকে পড়ে। এ সময় ওই ডাকাতদের ছোঁড়া গুলিতে আমার ছেলে ছরওয়ার মারা যায়। এহসান নামে সে দেশে অবস্থানরত এক বাংলাদেশি যুবক বিষয়টি আমাদের ফোনে জানায়। আজ সোমবার বাংলাদেশ সময় বিকাল ৩টার দিকে জানাজা শেষে আমার ছেলের মরদেহ মোজাম্বিকে দাফন করা হয়েছে।’
ছরওয়ারের মা লুৎফুন্নেছা বলেন, ‘পাঁচ বছর আগে ছেলে বিদেশ গেছে। গত বছরের শুরুর দিকে একবার দেশে এসেছিল। বিয়ে করে তিন মাস আগে আফ্রিকার মোজাম্বিকে চলে যায় আবার। সেখানে আমার ছেলেকে হত্যা করা হয়েছে। আট মাস আগে বিয়ে করেছিল আমার ছেলে।’
তার স্ত্রী নার্গিস আক্তার শিমু বর্তমানে সন্তানসম্ভবা।
টইটং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোসলেম উদ্দিন বলেন, ‘ছরওয়ার আমার নিকটাত্মীয় ও প্রতিবেশী। এটি একটি নিষ্ঠুর হত্যাকাণ্ড। মৃত্যুর খবরে আমরা এলাকাবাসী শোকাহত হয়েছি। তাকে সেখানেই দাফন করা হয়েছে।’
Comments