যুক্তরাষ্ট্রে বড়দিনের আগে ২টি করোনা টিকা আসবে: মার্কিন স্বাস্থ্যমন্ত্রী
যুক্তরাষ্ট্রে আগামী বড়দিনের আগেই দুটি করোনা টিকার ব্যবহার শুরু হবে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী অ্যালেক্স আজার।
সোমবার রয়টার্স জানায়, ফাইজারের পর আজ মডার্নার অনুমোদনের আবেদনের পর তিনি এ ঘোষণা দেন।
মন্ত্রী জানান, খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) পরামর্শকরা আগামী ১০ ডিসেম্বর ফাইজারের করোনা টিকা নিয়ে আলোচনায় বসবেন। কয়েকদিনের মধ্যে টিকা অনুমোদন পাবে এবং অনেক স্থানে পাঠানো শুরু হবে।
মডার্নার টিকার ক্ষেত্রে হয়তো এক সপ্তাহ দেরি হতে পারে বলে জানান তিনি।
তিনি বলেন, ‘বড়দিনের আগেই এই দুটি টিকার ব্যবস্থা থাকবে এবং মানুষ তা ব্যবহার করতে পারবে।’
স্বাস্থ্যমন্ত্রী আজার জানান, সরকার যেভাবে সাধারণ ভ্যাকসিন বিতরণ করে থাকে এগুলোও সেভাবে পাঠানো হবে। তবে, স্টেট গভর্নরেরা ঠিক করবেন কোথায় আগে পাঠাতে হবে।
‘তারা ঠিক করবেন কাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে,’ যোগ করেন তিনি।
আজ রাতে তিনি ও ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স দেশের সব রাজ্যের গভর্নরদের সঙ্গে টিকার বিতরণ নিয়ে আলোচনা করবে বলে জানান তিনি।
Comments